অভিনেত্রী ডেইজি শাহ। ছবি : সংগৃহীত

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। বি-টাউনে তার অভিষেক হয় সালমান খানের হাত ধরে ‘জয় হো’ সিনেমা দিয়ে। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে আছেন সিনেমার সঙ্গেই। কাজ করছেন সহকারী পরিচালক হিসেবে।

অভিনেত্রী ডেইজি শাহ। ছবি : সংগৃহীত

২০১৪ সালে বলিউডে পা রাখার পর ডেইজিকে নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। তবে স্বাধীন চিন্তার অধিকারী এই নায়িকা অনেকবারই আলোচনায় এসেছেন নিজের খোলামেলা স্বীকারোক্তির কারণে।

অভিনেত্রী ডেইজি শাহ। ছবি : সংগৃহীত

এবার ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ দুটি যৌন হয়রানির ঘটনা। যার একটি ঘটেছিল নিজের শহর ডোম্বিভলিতে, অন্যটি একটি ছবির সেটে জয়পুরে।

অভিনেত্রী ডেইজি শাহ। ছবি : সংগৃহীত

যা নিয়ে ডেইজি বলেন, ‘ঘটনাটি বেশ কয়েক বছর আগের। সিনেমার নাম বলতে চাই না। আমরা জয়পুরের একটি বিখ্যাত মহলে গানের শুট করছিলাম। বিশাল সেট, প্রায় ৫০০ দর্শক আর ২০০ নৃত্যশিল্পীর মধ্যে আমরা শুটিং করছি। এরপর প্যাক-আপের সময় সবাই একসঙ্গে বের হতে গিয়ে শুরু হয় ঠেলাঠেলি। এই ফাঁকে কেউ একজন ইচ্ছাকৃত আমার নিতম্বে বাজেভাবে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে মাথায় রক্ত উঠে যায়। এরপর কিছু না দেখেই আমার পাশে লোকজনকে ঘুষি মারতে শুরু করি। আরেকটি ঘটনা আমার নিজ শহর ডোম্বিভলিতে। ফুটপাথে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি বাজেভাবে আমাকে স্পর্শ করে চলে যায়। তবে অনেক লোক থাকায় শুধু অবাক হয়েছিলাম তখন। দুটি ঘটনা এখনো আমাকে ব্যথিত করে।’

অভিনেত্রী ডেইজি শাহ ও সালমান খান। ছবি : সংগৃহীত

ডেইজি শাহকে এখন আর সেভাবে অভিনয়ে দেখা যায় না। তবে সালমানের এ নায়িকা কাজ করছেন ভাইজানের সঙ্গেই। তার ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় সহকারী পরিচালক ছিলেন ডেইজি।