বলিউড এবং আন্তর্জাতিক পর্দায় সমানভাবে পরিচিত বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত। মাত্র ৪৪ বছর বয়সে এমন কঠিন লড়াই শুরু করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সাহসী ব্যক্তিত্বের জন্যও পরিচিত এই শিল্পী জানিয়েছেন, গত আট মাস আগে তার শরীরে এক বিশেষ ধরনের ক্যানসার ধরা পড়ে। ধীরে ধীরে টিউমারের মাধ্যমে শরীরের সীমিত কিছু অংশে ছড়িয়ে পড়েছে রোগটি।
ভারতীয় গণমাধ্যমে তন্নিষ্ঠা বলেন, গত কয়েক মাস চরাই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মুণ্ডিত মস্তিষ্কের একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেন ‘এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। আমার ৭০ বছরের মা আর ৯ বছরের কন্যা পুরোপুরি আমার উপর নির্ভরশীল। কিন্তু এই অন্ধকার সময়েই আমি সবচেয়ে বেশি ভালবাসা পেয়েছি।’
অভিনেত্রীর বাবা ক্যানসারে মারা গিয়েছিলেন। তাই এ রোগ তার কাছে একেবারেই নতুন নয়। তবে তন্নিষ্ঠার মতে, তিনি সব সময় স্বাস্থ্যকর জীবনযাপন করেছেন। তবুও ক্যানসার কীভাবে জীবনে আঘাত হানে, তা আগে থেকে বুঝে ওঠা যায় না।
শারীরিক যন্ত্রণার পাশাপাশি জীবনবিমা ও স্বাস্থ্যবিমা নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়েছে তাকে। তবে এসব কিছুর মাঝেও বন্ধুদের সহায়তা তার ভরসার জায়গা হয়ে উঠেছে। তন্নিষ্ঠা বলেন ‘আমি অসাধারণ কিছু বন্ধু পেয়েছি। আর রয়েছে আমার পরিবার, যারা আমাকে কখনও একা থাকতে দেয়নি। তাই এখনও হাসতে পারছি।’
‘দিয়া মির্জা’, ‘কঙ্কনা সেন শর্মা’, ‘শাবানা আজমি’, ‘দিব্যা দত্ত’, ‘রিচা চড্ডা’ ও ‘বিদ্যা বালনে’র মতো সহকর্মীরা এই সময়ে তার পাশে দাঁড়িয়েছেন।
কলকাতায় জন্ম নেওয়া তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় বাংলা ও হিন্দি ছবির পাশাপাশি আন্তর্জাতিক প্রজেক্টেও কাজ করেছেন। ‘বিবর’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়া ‘গুলাব গ্যাং’, ‘পার্চড’, ‘জোরাম’ সহ অসংখ্য ছবিতে দেখা গেছে তাকে।
ক্যানসারের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মধ্যেও অভিনেত্রী জানান, তিনি হাল ছাড়বেন না। জীবনের প্রতি বিশ্বাস ও চারপাশের ভালোবাসাই তাকে শক্তি জোগাচ্ছে প্রতিদিন।