অক্ষয় কুমার ও আদাহ শর্মা । ছবি : সংগৃহীত

আদাহ’র বাতকর্মে বিপাকে অক্ষয়

রুপালি পর্দার সাহসী মুখ ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা বরাবরই তার অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের নজর কাড়েন। তবে কখনো কখনো তার ছেলেমানুষি কাণ্ড বলিউডে হাস্যরসের জন্ম দেয়। তেমনই এক ঘটনা ঘটে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন আদাহ নিজেই এবং তার সঙ্গে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। পরে অবশ্য এ কাণ্ডটি আদাহ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, নেটিজেনদের মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ২০২৩ সালের। সবে তখন ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে হইচই শুরু হয়েছে বলিপাড়ায়। চারদিকে বিতর্কের ঝড়। ফোন মারফত প্রাণনাশের হুমকিও পাচ্ছিলেন আদাহ। ঠিক সেই সময় এক বিজ্ঞাপনের শুটিংয়েই আদা, অক্ষয়ের সঙ্গে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেন, যা কি না রীতিমতো অপ্রস্তুতে ফেলে দেওয়ার মতো।

জানা যায়, দৃশ্যটি ছিল অক্ষয়ের কোলে বসে গান গাইছেন আদাহ শর্মা। পরনে লাল শাড়ি। হঠাৎ আদাহ টের পেলেন, অক্ষয়ের কোলে বসেই বাতকর্ম করে ফেলেছেন তিনি। আর অক্ষয় সেটা বুঝতে পেরেই, আদাকে কোল থেকে টেনে নামিয়ে দেন। সেই সময় অভিনেত্রী নাকি জানিয়ে ছিলেন, দুপুরে রাজমা-ভাত খাওয়ার ফলেই এমনটা করে ফেলেছিলেন অভিনেত্রী। পরে অক্ষয়ের মেকআপ রুমে ঢুকে, তাকে পুরো বিষয়টিও জানান তিনি। অক্ষয়ও ব্য়াপারটিকে সহজ করে নিয়েছিলেন। তবে এমন কাণ্ডটি কি আর লুকিয়ে রাখা যায়? শুটিং ইউনিটের লোকের মুখে মুখেই পুরো বলিউডে চাউর হয়ে যায় আদাহর এই আজব কাণ্ড।

আদাহকে সবশেষ দেখা যায় চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বিক্রম ভাটের পরিচালনায় নির্মিত সিনেমা ‘তুমকো মেরি কসম’ সিনেমায়। যেখানে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন অনুপম খের, দুর্গেশ কুমার, ইসওয়াক সিংসহ অনেকে।