আমির খান

ভাইয়ের মুখে আমিরের গোপন কথা

আমির খানের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুললেন ভাই ফয়সাল খান। তিনি দাবি করেন, 'গোলাম' সিনেমার শুটিংয়ের সময় ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে আমিরের সম্পর্ক ছিল এবং তাদের একটি পুত্রসন্তানও রয়েছে, যার নাম জান। জেসিকা গর্ভবতী হলে আমির তাকে গর্ভপাত করতে বলেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। ফয়সাল আরও জানান, রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর জেসিকার সঙ্গে আমিরের সম্পর্ক আরও গভীর হয়। বিষয়টি পরিবারকে জানানোর পরেও কেউ গুরুত্ব দেয়নি।