ভিতরে ঢুকবে না, এখান থেকে বের হও, কেন বললেন আলিয়া?
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সাংবাদিকদের ওপর ক্ষোভ কোনো নতুন ঘটনা নয়। সাধারণত সাংবাদিকদের প্রতি বেশ নম্র স্বভাব দেখা যায় তাকে। এর আগে ২০২৩ সালে নিজের বাড়িতেই লেন্সবন্দি হওয়ার পর থেকে বারবারই সাংবাদিকদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়েছিলেন এ অভিনেত্রী। এবার দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। সাংবাদিকদের সীমা লঙ্ঘন দেখে রেগে আগুন হলেন আলিয়া ভাট।
সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। ঠিক তখনই সাংবাদিকরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। তাদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া ভাট।