আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা, নেপথ্যে ছিলেন যে নায়ক
বলিউডে নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল টিপ টিপ বারসা পানি গানটি। সেই গানের ভিডিওতে বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের রোমান্সে মেতেছিলেন দর্শকরা। শুধু তা-ই নয়, ভেজা হলুদ শাড়িতে অভিনেত্রীর উচ্ছল যৌবনে কাত হয়েছিলেন তরুণ-যুবকরা। রাতারাতি ফ্যান বেড়ে গিয়েছিল তিন গুণ।
সেই সময় চুটিয়ে প্রেম করছিলেন অক্ষয়-রাভিনা। সেই প্রেমে বয়ে গিয়েছিল বেদনার চোরাস্রোত, যা নিয়ে এখনো বলিউডের অন্দরে আলোচনা হয়। সেই সময়ের এক ঘটনা আজও নাড়া দিয়ে যায় রাভিনাকে।