৮৩ বছর বয়সেও সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন অমিতাভ
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও পুরোদমে অভিনয় করে যাচ্ছেন। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি তিনি সঞ্চালনার কাজটিও যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ তার লিভারের ৭৫ শতাংশই নাকি নষ্ট হয়ে গেছে। ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার পর ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন। তাতেই নষ্ট হয় লিভারের একটি বড় অংশ। তারপরও কীভাবে সুস্থ আছেন জানালেন বিগবি অমিতাভ।
আশির দশকের শুরুর দিকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অমিতাভ। সেই সময় তাকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন। অমিতাভ বলেন, সেই সময় ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস। তিনি বলেন, সেখান থেকেই তার শরীরে সংক্রমিত হয় এ রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়েছে তার লিভার।