অভিনেত্রী নেহা ধুপিয়া। ছবি: সংগৃহীত

বিয়ের আগে মা হওয়া নিয়ে গর্ববোধ করেন নেহা ধুপিয়া

আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেওয়ায় কীভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে।

সাক্ষাৎকারে নেহা বলেন, ‘আমি অঙ্গদকে বিয়ে করি, আর ছয় মাস পর আমাদের মেয়ে মেহরের জন্ম হয়। কিন্তু আমাদের বিয়েকে ঘিরে সবার বড় আলাপ ছিল—‘ছয় মাসে বাচ্চা এলো কীভাবে?’

অভিনেত্রী নেহা ধুপিয়া। ছবি: সংগৃহীত

নেহার দাবি, এখনো তিনি প্রায়ই সেই সমালোচনার মুখে পড়েন। এমনকি তাকে নিয়েও গুঞ্জন ওঠে, যখনই বিয়ের আগে গর্ভধারণ প্রসঙ্গ উঠে আসে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজও দেখি, নারী অভিনেত্রীদের নিয়ে গল্প আর ট্যাগ বানানো হয়। আমার নামও সেই তালিকায় থাকে। অন্তত আমি নীনা গুপ্তা আর আলিয়া ভাটের মতো তারকাদের সঙ্গে এক তালিকায় আছি। তবে সত্যিই, এটা হাস্যকর।’

আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করার মাত্র দুই মাস পরই গর্ভাবস্থার ঘোষণা দেন। সে সময় জল্পনা ছড়িয়েছিল, আলিয়া বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন। এই প্রসঙ্গেই নেহা আলিয়ার নাম টেনে আনেন।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। ছবি সংগৃহীত

এ ছাড়া সমালোচনার সেই অভিজ্ঞতাই নেহাকে অনুপ্রাণিত করেছে ‘ফ্রিডম টু ফিড’-এর উদ্যোগ নিতে। এর মাধ্যমে তিনি মাতৃত্ব, বুকের দুধ খাওয়ানো এবং নতুন মায়েদের নানা চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ সময় নেহা আরও জানান নীনা গুপ্তা ও আলিয়া ভাটের মতো অভিনেত্রীর সঙ্গে এক তালিকায় থাকতে পেরে গর্ববোধ করেন তিনি। তার মতে,‘কে কখন বিয়ে করবেন, সন্তানধারণ করবেন, সেটা অন্য কেউ বলে দিতে পারে না। গর্ভাবস্থা এক অসাধারণ অনুভূতি। সেটাই যথেষ্ট।’