কঙ্গনা রানাউত ঠোঁটকাটা বলিউড অভিনেত্রী হিসাবে পরিচিত। মাঝে মধ্যেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছে সমালোচনার খরাক হন। এবার প্রেম ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িত কঙ্গনা রানাউত। বর্তমানে তিনি বিজেপির সংসদ সদস্য। কিন্তু ব্যক্তিগতজীবন নিয়ে খবরে আসেন না অভিনেত্রী। দীর্ঘদিন একাকী থেকে গেছেন তিনি। কোনো সম্পর্কে জড়াননি। বিয়ের প্রসঙ্গেও কিছু বলেননি কঙ্গনা রানাউত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কখনো কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপে ঢুঁ মেরেছেন কঙ্গনা রানাউত?—এমন প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী। যদিও আজকাল সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন অনেকেই। কিন্তু কঙ্গনার কোনো ভরসা নেই এ ধরনের অ্যাপে।
বরং ডেটিং অ্যাপের কথা শুনেই ফুঁসে উঠেন অভিনেত্রী। এমনকি ডেটিং অ্যাপকে নর্দমার সঙ্গেও তুলনা করেন তিনি।
কঙ্গনা বলেন, আমি কখনো ডেটিং অ্যাপে থাকতে চাইনি। এটা হলো সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারও আর্থিক প্রয়োজন, আবার কারও শারীরিক প্রয়োজন।