পাউরুটিছবি: খালেদ সরকার

ঘরেই পাউরুটি বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

পানি: ৩.১ লিটার

শুকনা ইস্ট: ৫০ গ্রাম

ময়দা: ৫ হাজার গ্রাম

লবণ: ১০০ গ্রাম

চিনি : ১১০ গ্রাম

গুঁড়া দুধ: ১২৫ গ্রাম

সটেনিং: ১৫০ গ্রাম

তেল: ১ টেবিল চামচ

ইস্ট পানিতে ভেজান।

সব উপকরণ একত্রে মিশিয়ে ইস্ট মেশান।

খামির তৈরি করে ভালো করে মিশিয়ে ফারমেন্ট করুন।

১-২ ঘণ্টা ঢেকে রাখলে ফারমেন্ট পরিপূর্ণ হবে।

খামির ফুলে দ্বিগুণ হলে আবার খুলে ভালো করে মাখান।

দুই হাতে আলতোভাবে বেলে খামির ১ পাউন্ড পাউরুটির আয়তাকার পাত্রের সমান লম্বা করে ১ ঘণ্টা ঢেকে রাখুন।

ওভেনে ২০০ ডিগ্রি সে. তাপ দিন।

খামির ফেঁপে পাত্রের সমান উঁচু হলে ওভেনে ২৫-৩০ মিনিট বেক করুন।

ওভেন থেকে নামিয়ে পাউরুটি পাত্র থেকে বের করে ওপরে তেল মাখিয়ে পরিবেশন করুন।