পূজারার আচমকা অবসরে ভারতীয় বোর্ডের ওপর ক্ষেপেছেন শশী থারুর
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। গতকাল সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন ২০২৩ সালের পর জাতীয় দলে একরকম ব্রাত্য হয়ে পড়া এই ক্রিকেটার। তার অবসরের খবর তেলেবেগুনে জ্বলে উঠেছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর।
গতকাল নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই রাজনীতিবিদ ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) উদ্দেশ্য করে লিখেছেন, ‘চেতেশ্বর পূজারার আকস্মিক অবসরে দুঃখ প্রকাশ না করে পারলাম না। ভারতীয় ক্রিকেট দল থেকে সাম্প্রতিক সময়ে নানা কারণে বাদ পড়েছে। এমনকি তার যদি কিছু প্রমাণ না করারও থাকে, তার জন্য মর্যাদাপূর্ণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা যেত। ভারতের হয়ে টেস্টে তিনি অসাধারণ করেছেন।’
থারুর ভুল বলেননি। ভারতের হয়ে টেস্টে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন পূজারা। ২০১০ থেকে ২০২৩ পর্যন্ত ১০৩ টেস্টে ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। ১৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৩৫ ফিফটি।