ক্রিকেট মাঠে গান করতে করতে ছক্কা হাঁকানো হোক বা চাপের মুখে বিপক্ষের প্লেয়ারদের সঙ্গে মজা করা, বীরেন্দ্র সেওয়াগ সবসময় বাকিদের থেকে আলাদা কিছু একটা করেছেন। স্ট্রাইক রোটেট করে খেলার সময়ে তিনি বড় শট মেরে সতীর্থদের চমকে দিয়েছেন। ‘নো ফুটওয়ার্ক, অনলি বিগ শট’ এই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করতেন তিনি। এ বার তাঁর স্টাইলে ব্যাটিং করল বড় ছেলে আর্যবীর সেওয়াগ।
দিল্লি প্রিমিয়ার লিগ খেলছে ১৭ বছর বয়সি আর্যবীর সেওয়াগ। DDCA-র এই টি-টোয়েন্টি লিগ গিয়ে সে সিনিয়রস্তরের পেশাদার ক্রিকেটে প্রবেশ করল। সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে খেলতে নেমে সে বাবার স্টাইলে ব্যাটিং করল।
🚨 AARYAVIR SEHWAG DEBUT 🚨
- Virender Sehwag’s son Aaryavir Sehwag scored 22(16) on his Delhi Premier League Debut. 🔥 pic.twitter.com/IomoKPRv9Y
দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে ইস্ট দিল্লি রাইডার্সের বিরুদ্ধে গতকাল খেলতে নেমেছিল আর্যবীর। ম্যাচে ওপেন করতে নেমে ১৬ বলে ২২ রান করে। চারটে চার ছিল তার ইনিংসে। প্রথম চারটে বলের মধ্যে মাত্র একটা বলে সিঙ্গেল রান নেয় আর্যবীর। এর পর থেকে চালিয়ে খেলতে শুরু করে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা নবদীপ সাইনিকে আর্যবীর এক ওভারে একের পর এক চার মারে। প্রথম শটটা নেয় ডিপ এক্সট্রা কভারের দিকে। এর পর এক্সট্রা কভার ও লংঅফের দিকে চার মারে। প্রতিটা শটে ছিল তার টাইমিংয়ের নিদর্শন।
রৌনক ওয়াঘেলার ওভারে আর্যবীর পরপর দুই দলে দুটো চার মারে। যদিও শুরুটা যতটা দাপটের সঙ্গে হয়েছিল শেষটা ততটা ভালো হয়নি। রৌনকের ওভারে আর্যবীর শট মিসটাইম করে ময়াঙ্ক রাওয়াতের হাতে ক্যাচ তুলে আউট হয়। বড় রান না হলেও ভয়ডরহীন খেলার স্টাইল অভিষেক ম্যাচের জন্য যথেষ্ট ছিল। ৬২ রানে তার দল জেতে।