জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর সুপার ফোরের পথ প্রশস্ত করতে টাইগারদের জন্য আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।
নতুন বলে রীতিমতো আগুন ঝরালেন লঙ্কান পেসাররা! লঙ্কার আগুনে পুড়ে ছাই বাংলাদেশের দুই ওপেনার! ইনিংসের প্রথম ১২ বলের সবকটির ডট! প্রথম ওভারের প্রথম পাঁচ বল ডট খেলার পর ষষ্ঠ বলে নুয়ান থুসারার দুর্দান্ত ইয়র্কারে স্টাম্প উপড়ে যায় তানজিদ তামিমের। ৬ বল খেলে ডাক খেয়ে ফেরেন তিনি।
পরের ওভারে দুশমন্থা চামিরাও দারুণ বোলিং করেছেন। চতুর্থ বলে অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
শূন্য রানে দুই উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে পড়েন হৃদয়। ৯ বলে ৮ রান করেছেন তিনি।
বিপর্যয়ের মুখে পাঁচে ব্যাট করতে আসেন শেখ মেহেদি। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। হাসারাঙ্গার গুগলি পড়তে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৭ বলে ৯ রান করেছেন তিনি।
বাকিদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করছিলেন লিটন। তবে দশম ওভারে হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিয়েছেন। ২৬ বলে ২৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৪ রান।
এইচজেএস