India vs UAE Highlights: কার্যত বিনা লড়াইয়ে ম্যাচ জয় ভারতের
এশিয়া কাপে দুই দলের প্রথম ম্যাচ
লম্বা সময় পর টি-টোয়েন্টি ক্রিকেটে নামছে ভারতীয় দল। এশিয়া কাপে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী।
টিম ইন্ডিয়ায় বদল
এ বার এশিয়া কাপে ভারতীয় দলে বদল এসেছে। সহ অধিনায়ক হয়েছেন শুবমান গিল।
কখন ও কোথায় দেখবেন ম্যাচ?
রাত আটটা থেকে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে দেখানো হবে ম্যাচ। টিভিতে সোনি টেনের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে।
INDvsUAE: টস আপডেট
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। কারণ হিসেবে জানালেন পিচ বোঝার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
UAE ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী
UAE-র প্রথম একাদশ
মহম্মদ ওয়াসিম, আলিশান শারাফু, মহম্মদ জ়োহেব, রাহুল চোপড়া, আসিফ খান, হর্ষিত কৌশিক, হায়দার আলি, ধ্রুব পরাশর, মহম্মদ রোহিদ খান, জুনেইদ সিদ্দিকি, সিমরনজিৎ সিং
ইনিংস শুরু
বল হাতে হার্দিক পান্ডিয়া। ব্যাটিংয়ে আলিশান শরাফু, মহম্মদ ওয়াসিম।
টস ট্রিভিয়া
১৬টা আন্তর্জাতিক ম্যাচে টস হারের পর প্রথমবার ভারত টস জিতল।
প্রথম ওভার শেষ
ভালো গেল না প্রথম ওভার। হার্দিক দিলেন ১০ রান। দুটো চার এল।
চমক সূর্যর
পেসারদের দিয়ে প্রথম দুই ওভার বল করানোর পর তৃতীয় ওভারে অক্ষর প্যাটেলকে আনলেন সূর্যকুমার যাদব।
প্রথম উইকেটের পতন
৩.৪ ওভারে জশপ্রীত বুমরার বলে ক্লিন বোল্ড হলেন আলিশান শরাফু। UAE-র রান ২৬।
দ্বিতীয় উইকেটের পতন
বরুণ চক্রবর্তীর ফুল লেংথ বল বুঝতে না পেরে ব্য়াট চালান জ়োয়েব। বলটা ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। সহজেই ধরে নেন কুলদীপ যাদব।
তৃতীয় উইকেটের পতন
এ বার কুলদীপ যাদবের সাফল্য। লং অনের দিকে ছক্কা হাঁকাতে গিয়ে টাইমিং করতে পারেননি রাহুল চোপড়া। ক্যাচ ধরেন কুলদীপ যাদব। ৩ রানে ফিরলেন রাহুল।
চতুর্থ উইকেটের পতন
রাহুল চোপড়ার পর ফিরলেন মহম্মদ ওয়াসিম। এক ওভারে জোড়া সাফল্য কুলদীপের।
পঞ্চম উইকেটের পতন
এক ওভারে তিন সাফল্য কুলদীপের। রাহুল, ওয়াসিমের পর হর্ষিত কৌশিককে আউট করলেন। তাঁর বল বুঝতেই পারলেন না UAE-র ব্যাটাররা। UAE-র রান ৯ ওভারে ৫০।
ষষ্ঠ উইকেটের পতন
শিবম দুবে ফিরতেই সাফল্য পেলেন। বাইরে যাওয়া একটা বল আসিফ খানের ব্যাটের কানায় লেগে সঞ্জু স্যামসনের হাতে যায়। আউট হন তিনি।
সপ্তম উইকেটের পতন
অক্ষরের বলে LBW সিমরনজিৎ সিং। UAE-র রান ৫৩।
অষ্টম উইকেটের পতন
শিবম দুবের দ্বিতীয় উইকেট। ফেরালেন ধ্রুব পরাশারকে।
রান আউটের আবেদন ফেরালেন সূর্য
শিবম দুবের বলে রান আউট করা হয় UAE-র ব্য়াটারকে। আম্পায়ার রিভিউতে আউট দেন। কিন্তু সেটা ফিরিয়ে নেন সূর্যকুমার।
নবম উইকেটের পতন
শিবম দুবের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ তুলে ফিরলেন জুনেইদ সিদ্দিকি।
ইনিংস শেষ
৫৭ রানে অলআউট সংযুক্ত আরব আমিরশাহী। ১৩.১ ওভারে গুটিয়ে গেল তারা।
শুরু ম্যাচ
ওপেনে নামলেন অভিষেক শর্মা ও শুবমান গিল।
আউট অভিষেক শর্মা
মিস হিট। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুললেন অভিষেক শর্মা। ১৬ বলে করলেন ৩০ রান।
খেলা শেষ, জয় ভারতের
৪.৩ ওভারে জিতে গেল ভারত। এক উইকেট হারিয়ে ৬০ রান তোলে।