মিসবাহ উল হক ও পারভেজ হোসেন ইমন। ছবি: সংগৃহীত/কোলাজ

ইমনের ব্যাটিং গড় নিয়ে ‘খুশি’ নন মিসবাহ

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বাংলাদেশ দলের ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটিং ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ১৯টি আন্তর্জাতিক ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি থাকা সত্ত্বেও ইমনের গড় কম, যা দলের ব্যাটিংয়ে প্রভাব পড়ছে।

হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপ মিশন শুরু করতে নামছে। রাত সাড়ে ৮টায় মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক কোচ ও অধিনায়ক মিসবাহ উল হক বাংলাদেশের শক্তি ও দুর্বলতা নিয়ে কথা বলেছেন।

মিসবাহ মনে করেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এখন বোলিং আক্রমণ। বিশেষ করে পেস বোলার মোস্তাফিজুর রহমানের ধারাবাহিক পারফরম্যান্স তার চোখে আলাদা করে চোখে পড়েছে। নতুন বলের সময় তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের বোলিংও দলের জন্য বড় প্লাস পয়েন্ট যোগ করবে বলে মনে করেন তিনি।

মিসবাহ বলেন, ‘মোস্তাফিজ সাদা বলের ক্রিকেটে দারুণ, নতুন বল বা ডেথ ওভারে সে অসাধারণ স্লোয়ার ও ইয়র্কার করতে পারে। তাসকিন ফর্মে আছেন এবং শরিফুলও ভালো বোলিং করছেন।’

ব্যাটিংয়ে বাংলাদেশের পরিস্থিতি মিসবাহের মতে কিছুটা ভিন্ন। পুরনো এশিয়া কাপ দলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা ছিলেন, তবে বোলিং আক্রমণ এত শক্তিশালী ছিল না। তিনি বলেন, ‘তাদের তখন পাঁচ-ছয়জন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল। বোলিং ততটা ভালো ছিল না। এখন বোলিং শক্তিশালী, কিন্তু ব্যাটিং দুই-তিনজন খেলোয়াড়ের ওপর নির্ভর করছে। যদি তারা ভালো খেলতে পারে, তাহলে যে কোনো দলকে সমস্যায় ফেলতে পারে।’

অন্যদিকে, ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন মিসবাহ। ১৯ ম্যাচ খেলে ইমন মাত্র একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন। মিসবাহের মতে, একজন খেলোয়াড়ের ব্যাটিং গড় অন্তত ৩০ হওয়া উচিত। তিনি বলেন, ‘ইমনের ধারাবাহিকতা নেই। স্ট্রাইক রেট ১৩৭ হলেও গড় মাত্র ২২। এই অবস্থায় ধারাবাহিক পারফরম্যান্স করা প্রয়োজন।’

মিসবাহ উল হক বেশ ভালোভাবেই বাংলাদেশের শক্তি ও দুর্বলতা তুলে ধরেছেন, যেখানে বোলিং আক্রমণ আলোচনা তুললেও ব্যাটিংয়ের ওপর বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।