সৌরভের পরামর্শ, সুপার কিংসের থেকে প্লেয়ার ছিনিয়ে বাজিমাত ক্যাপিটালসের
কেরিয়ারে প্রথমবার কোচের দায়িত্ব পালন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। SA20-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হয়েছেন তিনি। আর কোচ হিসেবে নিলামে নেমেই বাজিমাত করলেন। নিলাম টেবলে বসে দলে নিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বেবি এবি হিসেবে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিসকে। দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ১৬.৫ মিলিয়ন রান্ডের বিনিময়ে ডেওয়াল্ড ব্রেভিসকে সই করাল তারা। আর এর নেপথ্যে রয়েছেন সৌরভ। তিনি টিম ম্যানেজমেন্টকে বোঝান ব্রেভিসকে দলে নিতে।
নিলাম টেবলে ডেওয়াল্ড ব্রেভিসের নাম ওঠার পরে দক্ষিণ আফ্রিকার এই ২২ বছর বয়সি ব্যাটারকে নিয়ে আসরে নেমে পড়ে ফ্র্যাঞ্চাইজ়িগুলো। শুরুতে আসরে নামে জোহানেসবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস। সুপার কিংসের স্টিফেন ফ্লেমিং ও রয়্যালসের কুমার সাঙ্গাকারা প্যাডল তোলার লড়াইয়ে নামেন। এই দুই দলের মধ্যে বিডিং লড়াই চলে চার মিনিট ধরে। এই সময়ে ব্রেভিসের দাম ছাড়িয়ে যায় ১০ মিলিয়ন রান্ড। তবে এর পর জোহানেসবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস কেউই আর এগোতে চায়নি। সেই সময়ে আসরে নামে প্রিটোরিয়া ক্যাপিটালস। সৌরভ দলের হয়ে প্যাডল তোলেন। সেটা দেখে ফের সুপার কিংস বিড করে। এর পর এই দুই দলের মধ্যে বিডিং ওয়ার শুরু হয়।
প্রিটোরিয়া ক্যাপিটালস বিডিং ওয়ারে নামার পরেই ব্যাকফুটে চলে যায় জোহানেসবার্গ সুপার কিংস। যখন ব্রেভিসের দর ১৩ মিলিয়নে পৌঁছয় সেই সময়ে জোহানেসবার্গ সুপার কিংস কিছুটা ব্যাকফুটে যায়। এর পর তারা আলোচনা করে পিছিয়ে আসে নিলাম থেকে। শেষে ১৬.৫ মিলিয়ন রান্ডে গিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস সই করায় ডেওয়াল্ড ব্রেভিসকে।
Hear thoughts from Cricketing great Sourav Ganguly, Pretoria Capitals Head Coach, after the team’s record-breaking signing of Dewald Brevis ahead of Betway SA20 Season 4. #BetwaySA20Auction #BetwaySA20 pic.twitter.com/qoDRtOL93e
তিনি এই টাকা পাওয়ার পর ঘরে থাকা সকলেই হাততালি দিয়ে ওঠেন। প্রথম যখন সুপার কিংস ও রয়্যালসের মধ্যে বিডিং ওয়ার চলছিল সেই সময়ে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় টেবলে থাকা বাকিদের সঙ্গে কথা বলছেন। তিনি সেই সময় বাকিদের বোঝান ব্রেভিসকে দলে নেওয়ার জন্য। এরপরই দল বিডিংয়ে নামে। শেষে ব্রেভিস ১৬.৫ মিলিয়ন রান্ড পান। যেটা ভারতীয় মুদ্রায় ৮ কোটি টাকার আশপাশে।
ব্রেভিসকে দলে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি আশা করছি ও ভালো করবে। ওর মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে। শেষ দেড় বছরে ও দারুণ উন্নতি করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে যেটা লাগে সেটাই রয়েছে ব্রেভিসের মধ্যে। টাকাটা সরিয়ে রাখলে ব্রেভিসকে যেকোনও দল চাইবে। আমরা তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছি ওর পিছনে।’
𝐓𝐇𝐄 𝐇𝐈𝐆𝐇𝐄𝐒𝐓 𝐄𝐕𝐄𝐑 𝐁𝐔𝐘 𝐈𝐍 𝐓𝐇𝐄 𝐇𝐈𝐒𝐓𝐎𝐑𝐘 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐒𝐀20 💰
Raw talent. Proven numbers. A generational player for the Capitals. The future begins now 🔥 #CapitalsRebuild #RoarSaamMore #BetwaySA20 #BetwaySA20Auction pic.twitter.com/Vue4EG0AEQ
২০২৫ সালের IPL-এ ব্রেভিস খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। যদিও IPL নিলামে তিনি অবিক্রিত ছিলেন। অপারেশন সিঁদুরের জন্য IPL সাময়িক স্থগিত হওয়ার পর অনেক প্লেয়ার ফের যোগ দেননি। কেউ কেউ চোট পেয়েও ছিটকে যান। সেই সময় গুরজাপনীত সিংয়ের জায়গায় ব্রেভিসকে সই করিয়েছিল CSK। তিনি মাত্র ছয়টা ম্যাচ খেলে ২২৫ রান করেন। যেখানে রয়েছে দুটো হাফ সেঞ্চুরি।