ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা

আইসিসির সর্বশেষ হালনাগাদ ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সিংহাসন দখল করেছেন সিকান্দার রাজা। গতকাল বুধবার সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবি (২৯২)-কে টপকে ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। এ তালিকায় ২৪৯ রেটিং নিয়ে চারে আছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজেই হেরেছে জিম্বাবুয়ে। তবে ব্যাটে-বলে ঠিকই দ্যুতি ছড়িয়েছেন সিকান্দার রাজা। দুই ম্যাচেই ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরির পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে এবার তার ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে। এদিকে, ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে রাজার। ৯ ধাপ এগিয়ে তিনি এখন ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছেন ২২ নম্বরে। তবে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে সবচেয়ে বেশি উন্নতি করেছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১২২ আর ৭৬ রানের দুই ইনিংস খেলে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ১৩তম স্থানে (৬৫৪ পয়েন্ট)। একই সিরিজে লঙ্কান মিডল অর্ডার ব্যাটার জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন। বোলিং র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন শ্রীলঙ্কার দুই পেসার আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা। আসিথা ফার্নান্দো ৬ ধাপ এগিয়ে এখন ৩১তম অবস্থান করছেন। আর ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পাওয়া পেসার দিলশান মাদুশাঙ্কা ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২তম স্থানে। এদিকে, হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে চার উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার কেশব মহারাজ বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিজের অবস্থান আরও মজবুত করেছেন। এখন তার রেটিং পয়েন্ট ৬৯০, দ্বিতীয় স্থানে থাকা বোলারের চেয়ে ৩১ পয়েন্ট এগিয়ে। তার সতীর্থ পেসার লুঙ্গি এনগিডি এগিয়েছেন ৫ ধাপ, এখন যৌথভাবে ২৩তম। অন্যদিকে হারের পরও ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারও উন্নতি করেছেন, ঢুকে গেছেন সেরা ২০-এ। ৫৭১ রেটিং পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছেন এই ডানহাতি পেসার। এদিকে ওডিআই র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মোহাম্মদ নবি। শারজাতে চলমান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে চার উইকেট নিয়ে তিনি ভারতের হার্দিক পা-িয়ার পেছনে অবস্থান করছেন। এছাড়া টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান ১২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকীম এগিয়েছেন ১১ ধাপ, এখন টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে।