নেতৃত্বের প্রস্তাব ফেরালেন শ্রেয়স,Ei Samay

এশিয়া কাপে জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ? নেতৃত্বের প্রস্তাব ফেরালেন শ্রেয়স

এশিয়া কাপের দলে শ্রেয়স আইয়ারের জায়গা না পাওয়ায় সরব হয়েছেন ক্রিকেটপ্রেমী ও প্রাক্তন ক্রিকেটাররা। দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে এখনও। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শ্রেয়স আইয়ার। তবে ভালো পারফর্ম করেও বারবার বাদ পড়ায় শ্রেয়স যে ক্ষুব্ধ, সেটা স্পষ্ট হলো এ বার। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার জন্য শ্রেয়সকে বেছে নিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন শ্রেয়স। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি?

শ্রেয়স আইয়ার দায়িত্ব না নেওয়ায় শার্দূল ঠাকুর নেতৃত্ব দেবেন পশ্চিমাঞ্চলকে। এই নিয়ে মুখ খুলেছেন নির্বাচকদের একজন। তিনি বলেন, ‘পশ্চিমাঞ্চলের নির্বাচক কমিটির সদস্যরা শ্রেয়সকে প্রস্তাব দিয়েছিলেন অধিনায়ক হওয়ার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এর পরে কমিটির চেয়ারম্যান ও মুম্বই ক্রিকেট দলের মুখ্য নির্বাচক সঞ্জয় পাতিল শার্দূলের সঙ্গে কথা বলেন। শার্দূল হাসিমুখে এই প্রস্তাব মেনে নেন।’ তবে ব্যাটার হিসেবে খেলবেন দলীপ ট্রফিতে, সেটা নিশ্চিত করেছেন শ্রেয়স।

A post shared by Sanjay Manjrekar (@sanjaysphotos)

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনার পিছনে রয়েছে অন্য কারণ। এশিয়া কাপের দলে ডাক পাবেন, এমনটাই আশা করেছিলেন শ্রেয়স। তাই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। একাধিক রিপোর্টে প্রকাশিত, ব্যক্তিগত কোচ প্রবীণ আমরের অধীনে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে ক্রিকেৎ ক্লাব অফ ইন্ডিয়ায় সাদা বলে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন তিনি।

With great power... 🔥 #ShreyasIyer pic.twitter.com/8t3rQQv8YY

কিন্তু শেষ পর্যন্ত জায়গা না পাওয়ায়, ব্যর্থ হয় সেই প্রস্তুতি। এই ক্ষোভ থেকেই ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছেন শ্রেয়স, এমনটাই মনে করছেন সকলে। সম্প্রতি মুম্বইয়ের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অজিঙ্ক রাহানে। তাই মুম্বইকে নেতৃত্ব দেওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন শ্রেয়স, সূর্যকুমাররা। তবে এক্ষেত্রেও শার্দূল দায়িত্ব পেতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।