হাত না মিলিয়ে চলে গেলেন সূর্য,Ei Samay

পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্য, প্রতীকী প্রতিবাদ ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট না করলেও ভারত প্রতীকী প্রতিবাদের পথেই হাঁটল। এ দিন টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলালেন না অধিনায়ক সূর্যকুমার যাদব।

সাধারণ দেখা যায়, টসের পর দুই দলের অধিনায়ক একে অন্যের সঙ্গে হাত মেলান। এ দিন দেখা গেল না সেই ছবি। সূর্যকুমার যাদব টসের সময়ে কয়েন তোলেন। কল দেন সলমন আলি আঘা। তিনি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এর পর সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। কথা বলে যাওয়ার সময় তিনি সূর্যকুমার যাদবের ক্রস করার সময় দেখা যায় হ্যান্ডশেক করেননি সূর্য।

India vs Pakistan

এই ম্যাচের আগে খবর ছিল, ভারতীয় প্লেয়াররা প্রতীকী প্রতিবাদের পথে হাঁটতে পারেন। হ্যান্ডশেক ও গলা মেলানোর মতো কাজ করবেন না তাঁরা। সেটাই দেখা গেল টসের সময়। ভারতের প্লেয়াররা BCCI-এর চুক্তিতে থাকার জন্য ম্যাচ বয়কট করতে পারবেন না। কিন্তু তার বদলে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে সৌজন্য না দেখিয়ে প্রতিবাদ করল।

No handshake between Salman Ali Agha and SKY at the toss. 👀 pic.twitter.com/ue33JeGxPC

ম্যাচ নিয়ে বিতর্ক

এই ম্যাচ হওয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। পহেলগামে জঙ্গি হামলার পর BCCI জানিয়েছিল তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না। পরে সিদ্ধান্ত বদলে জানিয়েছে ICC ও ACC-র আয়োজিত টুর্নামেন্ট খেলবে। সেটা না খেললে ভারতের উপর শাস্তি খাঁড়া নেমে আসতে পারে। সেই কারণে খেলতে রাজি হয়েছে। যদিও প্রতিবাদ হয় এই ম্যাচ খেলা নিয়ে। এ বার প্লেয়ারদের এই পদক্ষেপ প্রশংসিত হলো।