ভারতে কী আসছে পাকিস্তান?

ভারতে কী আসছে পাকিস্তান?

চলতি মাসের শেষেই ভারতের গুয়াহাটিতে পর্দা উঠবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের এ আসরটি। ভারতীয় গণমাধ্যমে খবর, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ৩০ সেপ্টেম্বর। তবে, সেখানে প্রতিনিধি হিসেবে পাকিস্তান দল থাকছে না। এমনকি পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা কিংবা কোনো প্রতিনিধি যাবেন না উদ্বোধনী অনুষ্ঠানে।

সম্প্রতি উভয় দেশ নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না, এমন নীতি অনুসরণ করেছে। যেখানে পাকিস্তান ও ভারত উভয় দেশ আইসিসির টুর্নামেন্টে অংশ নিতে নিজেদের সীমানাও অতিক্রম করবে না।

অবশ্য ভারত ২০০৮ সাল থেকে ভারত পাকিস্তানে দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে সফর করেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজোন করে। ভারত শিরোপা জিতলেও পাকিস্তানে কোনো ম্যাচ খেলেনি দলটি। সবগুলো ম্যাচই ভারত খেলেছে আরব আমিরাতে।

পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বিশ্বকাপে যদি ভারত সেমিফাইনাল ও ফাইনালে পৌছায় তাহলে দুটি ম্যাচের ভেন্যুই কলম্বোতে হবে। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে খেলবে ২ অক্টোবর।