আউট নিতে অস্বীকার, ছোট্ট সিদ্ধান্তে মন জিতলেন সূর্য
খেলার মাঠে ম্যাচের সময়ে দুই দলের প্লেয়াররা একে অন্যের শত্রু। বিপক্ষে যেই দলই থাকুক না কেন অপরপ্রান্তে থাকা দলকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্ন নেই। কিন্তু কিছু সময় হাতেগোনা কয়েকটা পদক্ষেপ আলাদা মাত্রা যোগ করে। সেটাই করলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। আম্পায়ার আউট দিলেও সেটা নিলেন না তিনি। যেটা মন জিতেছে সমর্থকদের।
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত তাদের অভিযান শুরু করেছে। মাত্র ৪.৩ ওভারে ৯ উইকেটে জিতে গিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচটা সহজ জয় ছিল ভারতের। সংযুক্ত আরব আমিরশাহী ব্যাটিং বা বোলিং কোনও বিভাগেই দাগ কাটতে পারেনি। ফ্রেশ উইকেট বুঝতেও তাদের সমস্যা হয়েছে। ফলে এই ম্যাচ নিয়ে বলার মতো কিছুই ছিল না। সেখানেই পার্থক্য তৈরি করলেন সূর্যকুমার যাদব।
ঘটনাটি কী?
সংযুক্ত আরব আমিরশাহীর ১৩ তম ওভারে ঘটনাটি ঘটে। সেই সময়ে UAE-র রান ছিল ৭ উইকেটে ৫৪। সেই সময়ে বিপক্ষের ব্যাটার জুনায়েদ সিদ্দিকিকে আউট ঘোষণা করেন আম্পায়ার। সেই সময় সূর্যকুমার যাদব আম্পায়ারের কাছে গিয়ে আউট ফেরানোর দাবি করেন।
১২.৩ ওভারে ব্যাট করছিলেন জুনায়েদ সিদ্দিকি। বলে ছিলেন শিবম দুবে। তাঁর একটা বলে বড় শট খেলার চেষ্টা করেন সিদ্দিকি। কিন্তু মিস করেন ও বলটা যায় সঞ্জু স্যামসনের কাছে। সঞ্জু লক্ষ্য করে সিদ্দিকি স্টাম্প ছেড়ে বেরিয়ে গিয়েছেন, সেই সময়ে তিনি স্টাম্পে বল ছুঁড়ে মারেন। আম্পায়ার রিভিউতে দেখেন, সিদ্দিকি রান আউট এবং আম্পায়ার তাঁকে আউট দেন।
Captain Suryakumar Yadav recalled the batter even after he was declared out. pic.twitter.com/tIdZG2LIfT
এর পর দেখা যায় সূর্যকুমার যাদব আম্পায়ারের কাছে গিয়ে কিছু বলছেন। এর পর আম্পায়ার আউটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। ফের ব্যাট করতে নামেন জুনায়েদ সিদ্দিকি।
সূর্যকুমার কেন আউট সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন?
শিবম দুবের রান আপের সময় ও বল ছোঁড়ার আগে তাঁর কোমরে গোঁজা তোয়ালে মাটিতে পড়ে যায়। সূর্যর দাবি ছিল, তোয়ালে পড়ে যাওয়ায় সিদ্দিকির ফোকাসে সমস্যা হয়েছে তাই তিনি বল মিস করেন। অন্যদিকে সিদ্দিকি বলটা মিস করার পর তোয়ালের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছিলেন। তাই সূর্য আউটের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং আম্পায়ার সেই সিদ্ধান্ত মেনে নেন।
সূর্যর এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।