সাউথ আফ্রিকা দলে চোটের মহামারী

সাউথ আফ্রিকা দলে চোটের মহামারী

ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ জয়ের পর বুধবার রাতে টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে সাউথ আফ্রিকা। কিন্তু চোট সমস্যায় সফরকারীদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা ও উদ্বেগ। নিবিড় পর্যবেক্ষণ থেকে কেউ ফিরছেন, কেউ আবার পড়ছেন চোটে। চোটের কারণে প্রথম টি-টুয়েন্টি খেলেননি স্পিনার কেশভ মহারাজ। মহারাজের মত চোটে পড়ে দেশে ফিরে গেছেন পেসার লুঙ্গি এনগিদি।

মহারাজের পরিবর্তে প্রোটিয়া একাদশে দেখা যায় করবিন বসকে। এনগিদির পেশির চোটে সফরকারীদের স্কোয়াডে জায়গা পেয়েছে নান্দ্রে বার্জার। ৩০ বর্ষী এ পেসার প্রস্তুত সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য।

এর আগে গোড়ালির চোটে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি কাগিসো রাবাদা। অবশ্য টি-টুয়েন্টিতে ফিরে এক ওভার বল করে নিয়েছেন এক উইকেট।

গত সপ্তাহে টি-টুয়েন্টি স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেন ডেভিড মিলার। তিনিও পড়েছেন হ্যামস্ট্রিং চোটে। তার বদলি হিসেবে কে জায়গায় খেলবে এখনও নিশ্চিত করেনি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

রাবাদার সঙ্গে সাউথ আফ্রিকার স্কোয়াডে ফিরেছেন মার্কো ইয়ানসেন ও লিজাড উইলিয়ামস। প্রোটিয়ারা শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।