এশিয়া কাপে নামার আগেই বড় ধাক্কা ভারতের, সরে গেল দীর্ঘদিনের সঙ্গী
জল্পনা বাড়ছিল আগেই, এ বার তাতে সিলমোহর পড়ল। এশিয়া কাপের আগেই ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন BCCI সেক্রেটারি দেবজিৎ সইকিয়া। তিনি বলেন, ‘BCCI এবং ড্রিম ইলেভেন তাদের সম্পর্ক ছিন্ন করছে। অনলাইন গেমিং প্রোমোশন অ্যান্ড রেগুলেশন বিল, ২০২৫ পাস হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ধরনের কোনও সংস্থার সাথে জড়িত না হওয়ার বিষয়টিও নিশ্চিত করবে BCCI।’
৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নতুন স্পনসর জোগড়ের কাজ শুরু করেছেন বোর্ড কর্তারা। বিভিন্ন সংস্থার সঙ্গে বোর্ডের কর্তাদের কথাবার্তা চলছে বলে সূত্রের খবর।
সোমবার সকাল থেকেই এই নিয়ে জল্পনা বাড়তে থাকে। বোর্ডের এক কর্তা এক সাক্ষাৎকারে বলেন, ‘ড্রিম ইলেভেন সংস্থার সদস্যরা BCCI-এর অফিসে এসে দেখা করেন বোর্ড কর্তাদের সঙ্গে। BCCI-এর CEO হেমাং আমিনকে তাঁরা জানান, এই চুক্তির অংশ থাকা আর সম্ভব হবে না তাঁদের পক্ষে। তাই এশিয়া কাপে ভারতীয় দলের স্পনসর থাকতে পারবেন না তারা। BCCI শীঘ্রই নতুন টেন্ডার ঘোষণা করবে।’
এর পরে বোর্ড সেক্রেটারি দেবজিত সইকিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
BCCI and Dream 11 are discontinuing their relationship after the Promotion and Regulation of Online Gaming Bill, 2025, was passed. BCCI will ensure not to indulge with any such organisations ahead in future: BCCI Secretary Devajit Saikia to ANI pic.twitter.com/RCJ5lTHvB3
২০২৩ সালে থেকে বোর্ডের সঙ্গে চুক্তি হয় ড্রিম ইলেভেনের। ২০২৬ পর্যন্ত BCCI-এর সঙ্গে চুক্তি ছিল তাঁদের। এই তিন বছরে বোর্ডকে দেওয়ার কথা ছিল ৩৫৮ কোটি টাকা। তবে মাঝপথে চুক্তি ভাঙলেও ড্রিম ইলেভেনকে কোনও ক্ষতিপূরণ দিতে হবে না। কারণ চুক্তির সময়ে করা হয়েছিল একটি শর্ত। সেখানে লেখা ছিল, আইনি কোনও কারণে যদি ড্রিম ইলেভেনের মূল ব্যবসা স্থগিত হয়ে যায়, সে ক্ষেত্রে চুক্তি ভাঙলেও কোনও ক্ষতিপূরণ দিতে হবে না তাদের।