হ্যান্ডশেক করেনি ভারত, রাগে PCB কর্মীর চাকরি খেলেন মহসিন নকভি
হ্যান্ডশেকের অপমান যেন ভুলতে পারছে না পাকিস্তান। প্রাক্তন, বর্তমান প্লেয়ার, কর্তা সকলেই ফুঁসছেন। PCB-র পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে অভিযোগ জানিয়েছে ACC-কে। ম্যাচ অফিসিয়াল অ্যান্ড্রু পাইক্রফটকে সরানোর দাবি জানিয়েছে তারা ICC-র কাছে। এক ধাপ এগিয়ে এশিয়া কাপের ম্যাচ বয়কটের হুংকারও দিয়েছে। এ বার হ্যান্ডশেক ইস্যু সামলাতে না পারায় PCB কর্মীকে বহিষ্কার করলেন মহসিন নকভি।
এ বার এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্বে উসমান ওয়াহলা। তিনি PCB-র ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্সের দায়িত্বেও রয়েছেন। পাকিস্তান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, PCB প্রধান মহসিন নকভি উসমান ওয়াহলাকে সরিয়ে দিয়েছেন দায়িত্ব থেকে। কারণ হিসেবে জানানো হয়েছে, হ্যান্ডশেক ইস্যুতে সময় অনুযায়ী পদক্ষেপ নিতে পারেননি উসমান ওয়াহলা।
ম্যাচ শেষের পর দেখা যায়, সূর্যকুমার যাদব শিবম দুবেকে নিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন, সেই সময়ে পাকিস্তান প্লেয়ারদের অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সূর্য ও দুবে ড্রেসিংরুমে ঢুকলে সরাসরি দরজা বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান দল সেই সময়ে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেও দরজা খোলা হয়নি।
রিপোর্টে প্রকাশ, ঘটনার পর মহসিন নকভি PCB কর্তাদের নিয়ে একটি ইন্টারনাল রিভিউ মিটিং করেন। যেখানে তিনি ওয়াহলাকে দোষি বাছেন, সঙ্গে সঙ্গে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। নকভির দাবি ছিল, ম্যাচের শুরুতে যখন টসের সময়ে হ্যান্ডশেক করেননি সূর্য, সেই সময়েই পদক্ষেপ করা উচিত ছিল ওয়াহলার।
উসমান ওয়াহলা গত দুই বছর ধরে PCB-তে চাকরি করছেন। তিনি পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যানও। অন্যদিকে মহসিন নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি ACC-র প্রধানও।