জিম্বাবুয়ে পিষ্ট তিন শতকে

জিম্বাবুয়ে পিষ্ট তিন শতকে

প্রথম টেস্ট আড়াই দিনে জেতা নিউজিল্যান্ড বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও ছেলেখেলা করছে জিম্বাবুয়েকে নিয়ে। প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হওয়ার পর কিউইদের তিন সেঞ্চুরিতে রান-পাহাড়ে পিষ্ট স্বাগতিকরা। শুক্রবার তিন উইকেটে ৬০১ রানের পাহাড় গড়ে দ্বিতীয়দিন শেষ করা নিউজিল্যান্ড সাত উইকেট হাতে রেখে এগিয়ে ৪৭৬ রানে। তিন সেঞ্চুরিয়ানই ছুঁয়েছেন দেড়শ। আড়াই বছর পর তিন অঙ্কের দেখা পাওয়া ডেভন কনওয়ে ১৫৩ রানে আউট হলেও হেনরি নিকোলস ১৫০ ও রাচিন রবীন্দ্র অপরাজিত ১৬৫ রানে। ওয়ানডে মেজাজে ব্যাট করা রাচিন খেলেছেন মাত্র ১৩৯ বল। চতুর্থ উইকেটে নিকোলসের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি ২৫৬ রানের।