জাতীয় সঙ্গীতের সময় পাকিস্তান প্লেয়াররা,Ei Samay

বুকে হাত প্লেয়ারদের, জাতীয় সঙ্গীতের জায়গায় স্টেডিয়ামে বেজে উঠল আইটেম সং, অস্বস্তিতে পাকিস্তান

এশিয়া কাপের মেগা ম্যাচের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শুরুর আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল বলিউডের জনপ্রিয় ‘জলেবি বেবি’ গান। এই ভিডিয়োটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি কী?

ভারত পাকিস্তান ম্যাচ মানে ঝামেলা। সেটা সমর্থক, প্রাক্তন প্লেয়ার হোক বা বর্তমান প্লেয়ার। ঝামেলাটা কমন। এ বার সেই ঝামেলাটা আরও বেড়েছে দুই দেশের মধ্যে সাম্প্রতিক অশান্তির জন্য। ম্যাচের টসের সময় দুই দলের অধিনায়ক একে অন্যের সঙ্গে হাত মেলায়নি। এর পর জাতীয় সঙ্গীতের সময়ে দেখা গেল সেই ছবি।

নিয়ম অনুযায়ী, ম্যাচের আগে দুই দলের প্লেয়ারা পাশাপাশি সারিবদ্ধ হয়ে দাঁড়ান। এর পর প্রথমে আয়োজক দেশ ও তার পর খেলতে আসা দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এক্ষেত্রে যেহেতু ভারত এশিয়া কাপের আয়োজক তাই প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এর পর ঘোষকের পক্ষ থেকে সমর্থকদের উদ্দেশে বলা হয়, আপনারা তৈরি হয়ে যান, এ বার পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানো হবে।

DJ played Jalebi Baby song on Pakistan National anthem 🤣 #INDvsPAK #BoycottINDvPAK pic.twitter.com/rJBmfvqedI

এটা শোনার পর পাক প্লেয়াররা তৈরি হয়ে যান জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। সেই সময় বাজানো হয় জলেবি বেবি গানটা। তবে গানটা পুরো চালানো হয়নি। শুরুর ছয় সেকেন্ডের পরে গানটা বন্ধ করা হয় এবং সঙ্গে সঙ্গে চালানো হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত।

জাতীয় সঙ্গীত চালানোর দায়িত্বে কে?

প্রতিটা ম্যাচেই জাতীয় সঙ্গী চালানোর দায়িত্বে থাকেন DJ। তিনিই ম্যাচে সব গান চালান। তিনিই ট্র্যাকের সময় ভুলটা করে বসেন।

India vs Pakistan

২০২০ সালে গানটা রিলিজ় করে এবং ২০২১ সালে সেটা জনপ্রিয় হয়। ভারত, পাকিস্তান দুই দেশেই গানটা জনপ্রিয় হয়। তাই এই ম্যাচে বাজানোর জন্য DJ এই গানটাকে বেছে নিয়েছিলেন। সেটা চালাতে গিয়েই তিনি ভুল করে বসেন।