যে কারণে ডান হাতের চেয়ে রিঙ্কুর বাঁ হাতের ওজন এক কেজি কম
ভারতীয় ব্যাটার রিঙ্কু সিংয়ের বাঁ হাতে হাঁকানো ছক্কাগুলোর সাথে এখন পরিচিত ক্রিকেটবিশ্ব। কিন্তু রিঙ্কু যদি ডানহাতি হতেন, তাহলে কি তার ব্যাট থেকে আরো বড় বড় ছক্কা দেখা যেত? রিঙ্কু নিজেই এই প্রশ্ন তুলেছেন। জানিয়েছেন, তার বাঁ হাতের ওজন ডান হাতের তুলনায় এক কেজি কম।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি একটি পডকাস্টে রিঙ্কু জানিয়েছেন, তার দুই হাতের ওজনে কেন এই পার্থক্য।
রিঙ্কু বলেন, ‘তখন ছোট ছিলাম। একদিন খুব বৃষ্টি পড়ছিল। তার মধ্যে ভাইয়ের সাথে মাঠে যাচ্ছিলাম। হঠাৎ একটা বানর এসে আমার বাঁ হাতটা কামড়ে ধরে। চিৎকার করছিলাম। ভাই ছাড়া সেখানে আর কেউ তখন ছিল না। ভাই পাথর ছুঁড়ে বানরটাকে তাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু আমার বাঁ হাতটা কামড়ে ধরেছিল বানরটা। যখন হাতটা ছাড়ল, দেখি- আমার হাত থেকে অনেকটা গোশত তুলে নিয়েছে। হাতের হাড় বেরিয়ে পড়েছিল। এত রক্ত বের হচ্ছিল যে, তাই দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, আমি আর বাঁচব কিনা।’
বাননের এই কামড়ের অভিজ্ঞতা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও রিঙ্কুকে প্রভাবিত করেছিল। তিনি ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু হার মানেননি। বাকি ইতিহাসটা এখন সকলেরই জানা।