DPL-এ প্রিয়াংশ ঝড়, রাইডার্স বোলারদের কাঁদিয়ে মাত্র ৫২ বলে সেঞ্চুরি PBKS তারকার
আইপিএলের দুরন্ত ফর্ম অব্যাহত দিল্লি প্রিমিয়ার লিগেও (DPL)। মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকালেন প্রিয়াংশ আর্য। ডিপিএল ২০২৫-এর লিগের ম্যাচে আউটার দিল্লি ওয়ারিয়র্সের হয়ে ঝড় তোলেন প্রিয়াংশ। ইস্ট দিল্লি রাইডার্সের বোলারদের একেবারে কাঁদিয়ে ছাড়েন তিনি। তাঁর আক্রমণাত্মর ব্যাটিংয়ের সামনে কার্যত খড়কুটোর মতোই উড়ে যান দিল্লি রাইডার্স। ২০২৫ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) পঞ্জাব কিংসের হয়েও নজর কেড়েছিলেন এই তরুণ বাঁহাতি ব্যাটার। এবার দিল্লি প্রিমিয়ার লিগেও একই মেজাজে ধরা দিলেন প্রিয়াংশ।
কার্যত অর্ধেক বলে সেঞ্চুরি প্রিয়াংশের
প্রিয়াংশ ইস্ট দিল্লি রাইডার্সের বিপক্ষে ৫৬ বলে ১১১ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৯টি ছক্কা। মাত্র ৫২ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ এই খেলোয়াড়। কোটলায় তাঁর ব্যাটিং ঝড়ে কেঁপে যায় বিপক্ষ টিম। এটি ডিপিএলে প্রিয়াংশের তৃতীয় সেঞ্চুরি। গত বছর প্রিয়াংশ দু’টি সেঞ্চুরি সহ মোট ৬০৮ রান করেছিলেন এবং ইতিমধ্যেই এই বছরের মরশুমের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় ঢুকে পড়েছেন।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচে প্রিয়াংশ আর্য বড় স্কোর করতে ব্যর্থ হন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তিনি ফর্মে ফেরেন এবং সেঞ্চুরি হাঁকান। তাঁর এই ইনিংসের সুবাদে, আউটার দিল্লি ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩১ রানের বিশাল স্কোর করে। প্রিয়াংশ আর্য ছাড়াও কর্ণ গর্গ ৪৩ রান করেন। এর আগে, প্রিয়াংশ ডিপিএল ২০২৫-এর প্রথম তিনটি ম্যাচ মিলিয়ে মাত্র ৫০ রান করেছিলেন। প্রিয়াংশ ছন্দে ফেরায় স্বস্তি ফিরেছে আউটার দিল্লি ওয়ারিয়র্সেরও।
প্রিয়াংশ আর্যর আইপিএলের পরিসংখ্যান
এই বছর আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন প্রিয়াংশ। শ্রেয়স আইয়ারের নেতৃত্ব দলকে টুর্নামেন্টের ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। আইপিএলে ১৭ ম্যাচ খেলে ২৭.৯৫ গড়ে ৪৭৫ রান করেন ২৩ বছরের তরুণ। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং দু’টি হাফ সেঞ্চুরি রয়েছে। এই বাঁহাতি ওপেনারের সেরা স্কোর ১০৩ রান। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে এই সেঞ্চুরিটি হাঁকান প্রিয়াংশ। তিনি ৩৯ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেছিলেন এবং আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করা খেলোয়াড় হয়ে ওঠেন।