হ্যান্ডশেক ইস্যু নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার,Ei Samay,

কোচ থেকে প্রাক্তন ক্রিকেটার, হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানের ঢাল সেই ‘স্পোর্টসম্যান স্পিরিট’

ম্যাচ জয়ের পাশাপাশি ক্রিকেট মাঠের বাইরেও পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। টসের সময়ে কিংবা পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটাররা অপেক্ষা করলেও হ্যান্ডশেক না করে সোজা ড্রেসিংরুমের দিকে হেঁটে যান সূর্যকুমার যাদবরা। ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেওয়া হয়। ACC-র কাছে এই নিয়ে নালিশ করেছে পাকিস্তান দল। এই ঘটনার প্রতিবাদে ক্যাপ্টেন সলমন আলি আঘা আসেননি পোস্ট ম্যাচ প্রেজ়েন্টেশনে। এ বার এই নিয়ে তোপ দাগলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। জানালেন, সলমনের এই সিদ্ধান্ত একেবারেই সঠিক।

ভারতীয় দলকে নিয়ে কী বললেন শোয়েব আখতার?

ম্যাচের শেষে একটি টক শো-তে মুখ খোলেন প্রাক্তন এই পাক ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি সত্যিই হতবাক। এই ঘটনার পরে আর কিছুই বলার নেই। সবকিছুতে রাজনীতি টেনে আনার কিছু নেই। এটা ক্রিকেট ম্যাচ হচ্ছে। আমরাও তোমাদের নিয়ে ভালো ভালো কথা বলছি। হ্যান্ডশেক করাই যায়, এতে সমস্যার কিছু নেই। এটুকু সৌজন্য দেখানোই যায়। ঝগড়া, লড়াই হতেই থাকে। কিন্তু সেটার অর্থ এই নয় যে, আরও বাড়িয়ে হ্যান্ডশেক পর্যন্ত করবে না তোমরা। আমি এমন করতে পারতাম না। নিজের শত্রুর সঙ্গে গিয়েও হাত মেলাতাম। ক্রিকেটটাকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলো না। তাই সলমন যে সাংবাদিক বৈঠকে যায়নি, বেশ করেছে।’

Shoaib Akhtar crying on Handshake Saga..

Same guy was seen with Asim Munir few months back along with Shahid Afridi..

Well done Suryakumar Yadav bhut badhiya kiya hai chot gehri lagi hai jaise Nur Khan Air Base ko lagi hai. #INDvsPAK pic.twitter.com/JEDuaN21C6

India vs Pakistan

স্পোর্টসম্যান স্পিরিট ভঙ্গ করার জন্য ভারতের বিরুদ্ধে ACC-র কাছে নালিশ করেছে পাকিস্তান। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও টসের সময়ে পাক ক্যাপ্টেন সলমন আলি আঘাকে নির্দেশ দেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর। তাই ম্যাচ রেফারির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

India vs Pakistan

তবে হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত যে সঠিক, তা জানিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। যোগ্য জবাব দিয়েছেন এ ভাবে, সেটাও বলেছেন তিনি।