মহম্মদ সিরাজ,Ei Samay,

ইংল্যান্ড সিরিজ়ে দুরন্ত পারফরম্যান্সের ফল, ICC-র পদক পেলেন মহম্মদ সিরাজ

বিরাট-রোহিতকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে অপরাজিত থেকে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। নতুন ক্যাপ্টেন শুবমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে নজর কেড়েছে ভারতের পারফরম্যান্স। আর এই সিরিজ়ে যে ক্রিকেটাররা বহুবার ম্যাচের মোড় ঘুরিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মহম্মদ সিরাজ। ওভালে পঞ্চম টেস্টের শেষ দিনে তাঁর দুরন্ত পারফরম্যান্সের কারণেই জয় পেয়েছে ভারত। সব মিলিয়ে পাঁচ টেস্টে নেন ২৩টি উইকেট। এ বার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। অগস্ট মাসে ICC-র সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

ইংল্যান্ড সফরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সব ম্যাচে খেলতে পারেননি জশপ্রীত বুমরা। তবে তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের পেস অ্যাটাককে নেতৃত্ব দিয়েছিলেন সিরাজ। গোটা সিরিজে মোট ১৮৫.৩ ওভার বল করেন তিনি।

এর মধ্যে দু’টি ম্যাচে নিয়েছেন এক ইনিংসে ৫ উইকেট। তাঁর দাপটেই ওভাল ও বার্মিংহাম টেস্টে জয় পেয়েছিল ভারত। এই সিরিজ় শেষ হওয়ার পরে চর্চায় উঠে এসেছিলেন সিরাজ। এতদিন মূলত বুমরার ছায়ায় ঢাকা থাকতেন তিনি।

He played a pivotal role in #TeamIndia 's memorable performances during the tour of England recently! 👌👌

Say hello 👋 to the ICC Men's Player of the Month for August 2025! 🔝

Congratulations, Mohammed Siraj 👏👏 @mdsirajofficial pic.twitter.com/Iach0IDK3w

এই পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন নিউ জ়িল্যান্ডের পেসার ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার জেডেন সিলেস। তবে তাঁদের টপকে পদক জেতেন সিরাজ। আর এই পুরস্কার জিতে স্বভাবতই উচ্ছ্বসিত এই পেসার।

Mohammed Siraj takes the glory 👑

𝙏𝙃𝘼𝙏 unforgettable performance at The Oval earns him the ICC Men’s Player of the Month honour for August 2025 🏅

More 👉 https://t.co/u1P6suzzbz pic.twitter.com/3CK8evY1WJ

তিনি বলেন, ‘ICC-র মাসের সেরা প্লেয়ার হওয়া অবশ্যই গর্বের। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। যেসব সিরিজ়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তাদের মধ্যে এটা অন্যতম ছিল। কঠিন সময়ে গুরুত্বপূর্ণ স্পেল এবং উইকেট নিয়ে দলকে জেতাতে পেরে আমি গর্বিত।’