ধোনিই অনুপ্রেরণা, মাহি মন্ত্রে বিশ্বকাপে পাক ক্যাপ্টেন
ক্রিকেটপ্রেমীদের চর্চায় এখন এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তবে এর মধ্যেই আরও একটি বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। ৩০ সেপ্টেম্বর থেকে আসর বসবে মেয়েদের ODI বিশ্বকাপের। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। অনেক টালবাহানার পরে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছে পাকিস্তান। তবে এই টুর্নামেন্টে নামার আগে তাঁদের অনুপ্রেরণা নাকি মহেন্দ্র সিং ধোনি! এমনটাই জানালেন পাকিস্তান দলের ক্যাপ্টেন ফাতিমা সানা।
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কী বললেন পাকিস্তানের ক্যাপ্টেন?
বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে জাতীয় দলকে নেতৃত্ব দিতে গিয়ে যে যথেষ্ট নার্ভাস হয়ে পড়ছেন, তা স্বীকার করে নিলেন ফাতিমা সানা। তবে এই সমস্যার সমাধানের জন্য তিনি দ্বারস্থ হয়েছেন ধোনির। সশরীরে না হলেও, ভার্চুয়ালি। ধোনির খেলা ও বিভিন্ন সাক্ষাৎকার দেখে তাঁর শান্ত মস্তিষ্কে দলকে পরিচালনা করার বিষয়টা রপ্ত করতে চান ফাতিমা।
STORY | Want to be 'Captain Cool' like Dhoni: Pak women's captain Fatima Sana
Pakistan women's cricket team captain Fatima Sana draws inspiration from India's World Cup-winning skipper MS Dhoni and aspires to become 'Captain Cool' like him, as she prepares to lead her side to… pic.twitter.com/Iq88QPBBcF
এই নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিতে গিয়ে নার্ভাস হওয়াটা অস্বাভাবিক নয়। তবে একজন ক্যাপ্টেন হিসেবে ধোনির থেকে অনুপ্রেরণা নিই আমি। ওঁর খেলা দেখেছি ভারত এবং ও IPL-এ CSK-এর অধিনায়ক হিসেবে ওঁর ম্যাচ দেখেছি। অনেক সাক্ষাৎকারও দেখেছি। অন-ফিল্ড ডিসিশন নেওয়ার দক্ষতা, ঠাণ্ডা মাথায় প্লেয়ারদের সামলানো, এবং আরও অনেক কিছুই শেখার আছে ওঁর থেকে। পাকিস্তানের ক্যাপ্টেন হওয়ার পরে আমি ভেবেছিলাম ধোনির মতো হতে হবে।’
বাছাই পর্বে ভালো ছন্দে ছিল পাকিস্তান দল। গ্রুপে সবক’টা ম্যাচ জিতে মূলপর্বে পৌঁছেছে তারা। ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।