ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) আরেকটি ম্লান দিন দেখলেন সাকিব আল হাসান। অবশ্য চলতি আসরজুড়ে তিনি সেই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। আগের ম্যাচগুলোয় একটি করে ওভার পাওয়া সাকিব করলেন দুই ওভার। সেখানে ১৬ রান খরচের পর ব্যাট হাতে ৮ রান করেই বিদায়। পাননি কোনো উইকেটও। পাঁচশ উইকেট ক্লাবে পৌঁছাতে বাড়ছে সাকিবের অপেক্ষা।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার সকালে আগে ব্যাটে নেমে শাই হোপ ও শিমরন হেটমায়ারদের ঝড়ো ব্যাটিংয়ে ২১১ রানের বড় পুঁজি পায় গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্স। রান তাড়ায় নেমে সবগুলো উইকেট হারিয়ে ১২৮ রানে থামে সাকিবদের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
সিপিএলের প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন সাকিব। তৃতীয় ম্যাচে এসে অবশ্য উইকেটের দেখা পেয়েছেন তিনি। তাতে ৫০০ উইকেটের মাইলফলক থেকে কেবল এক উইকেট দূরে আছেন।
৪৫৫ ম্যাচে বাংলাদেশের এই কিংবদন্তির উইকেট সংখ্যা এখন ৪৯৯। এই ফরম্যাটে কেবল ৪ জনের- রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯) পাঁচশ বা তার বেশি উইকেট আছে।
গায়ানার বিপক্ষে অষ্টম ওভারে প্রথম বোলিংয়ে আনা হয় সাকিবকে। আঁটসাঁট বাঁহাতি স্পিনে ৬ রান খরচ করেন তিনি। পরে দশম ওভারে আবার বোলিং পান। ওই ওভারে প্রথম বলে ছক্কা মেরে দেন কেভলন অ্যান্ডারসন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান সাকিব। বাকি পাঁচ বল থেকে দেন কেবল ৪ রান। পরে আর বোলিং পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।