অর্শদীপ সিং,Ei Samay

গম্ভীরের সঙ্গে সমস্যার জন্যই বাদ অর্শদীপ? বিস্ফোরক দাবি

বর্তমানে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা বোলার তিনি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ওভারের লড়াই হলেই তাঁর নাম সামনে আসে। তিনি হলেন অর্শদীপ সিং। প্রতিটা বিশ্বকাপে তিনি সুযোগ পান। কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচেই তাঁকে সুযোগ দেওয়া হলো না। যেটার পর রাজনীতির অভিযোগ তুলছেন সমর্থকরা।

এশিয়া কাপের আগে ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল। সেই সময়ে দলের সঙ্গে ছিলেন অর্শদীপ সিং। পাঁচটা ম্যাচ খেললেও একটিতেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। প্রতিটা ম্যাচ তিনি গ্যালারিতে বসেই কাটান। এর পর মনে করা হয়েছিল যেহেতু অর্শদীপ টি-টোয়েন্টি স্পেশালিস্ট তাই তাঁকে এশিয়া কাপে ব্যবহার করা হবে। কিন্তু প্রথম ম্যাচে সেটা করা হলো না।

প্রথম একাদশ সামনে আসার পর ক্ষুব্ধ হয়েছেন সমর্থকরা। অর্শদীপের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে। একজন গৌতম গম্ভীরের দিকে আঙুল তুলে বলেন, গম্ভীর রাজনীতি করছেন অর্শদীপের বিরুদ্ধে। অন্য সমর্থক লেখেন, গৌতম গম্ভীরের ব্যক্তিগত সমস্যা রয়েছে অর্শদীপের বিরুদ্ধে।

Gautam Gambhir has some personal issues with Arshdeep singh ig

Shivam Dube gets to playing 11 but Arshdeep singh misses out! 😂😂

Imagine playing without Arshdeep Singh 😂😂😂😂😂😂😂

And Sanju Samson at 6 🤣🤣🤣🤣🤣🤣🤣

টি-টোয়েন্টি ক্রিকেটে অর্শদীপের সিংয়ের পারফরম্যান্স

তিনি এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলে নিয়েছেন ৯৯টি উইকেট। উইকেটের সেঞ্চুরি থেকে আর এক ধাপ দূরে রয়েছেন তিনি। মনে হচ্ছিল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তিনি ১০০টা উইকেটের মালিক হতে পারবেন। কিন্তু সেই সুযোগ পেলেন না।

ভারতের প্রথম একাদশ

অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী