টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে কেমন খেলে বাংলাদেশ?
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে জয় তুলে নিতে পারলে এশিয়া কাপের ফাইনালে খেলার রাস্তাটা সহজ হয়ে যাবে দলের।
তবে এই ম্যাচের আগে ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে না। ভারতের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা সমৃদ্ধ নয়। ওয়ানডেতে বেশ কিছু সাফল্য আছে বটে, টেস্টে একেবারেই নেই।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফর্ম্যান্স ওই দুই ফরম্যাটের মাঝামাঝি অবস্থানে আছে। খুব বেশি সাফল্য নেই, তবে একেবারে খালি হাতেও বসে নেই দলটা।
জয় আছে একটা। ২০১৯ সালের সেই জয়ের পুনরাবৃত্তিই নিশ্চয়ই আজ চাইবে দল।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে কেমন খেলে বাংলাদেশ, চলুন দেখে নেওয়া যাক–
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ১৬৬/৮, কলম্বো, ২০১৮
ভারত ২৯৭/৬, হায়দরাবাদ, ২০২৪
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৯৬/৯, হাংজু, ২০২৩
ভারত ১৪৬/৭, বেঙ্গালুরু, ২০১৬
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ ২৪৮, মাহমুদউল্লাহ
ভারত ৪৭৭, রোহিত শর্মা
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ৮১, মোহাম্মদ নাঈম, নাগপুর, ২০১৯
ভারত ১১১, সাঞ্জু স্যামসন, হায়দরাবাদ, ২০২৪
সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ ৯, সাব্বির রহমান
ভারত ২২, রোহিত শর্মা
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ৮, আল আমিন ও মোস্তাফিজুর
ভারত ১০, ওয়াশিংটন সুন্দর
সেরা বোলিং
বাংলাদেশ ৩/৩৭, আল আমিন, ঢাকা, ২০১৬
ভারত ৬/৭, দীপক চাহার, নাগপুর, ২০১৯