লিটনদের আজ ভারত ‘পরীক্ষা’

লিটনদের আজ ভারত ‘পরীক্ষা’

ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা ও আবেগের তীব্রতায় কিছু মন্তব্য এমনভাবে ওঠে এসেছে যা খেলোয়াড়দের পেশাদারিত্বের সীমানা ছাড়িয়ে যায়। অথচ মাঠের লড়াইয়ে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। বাংলাদেশ কি পারবে ভারতের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে, এবারের এশিয়া কাপে তাদের একচেটিয়া আধিপত্য ভাঙতে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুদলের সমর্থকদের তীব্র লড়াই। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচগুলোতে বাংলাদেশ সম্ভাবনাও তৈরি করেছে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। তবু ভারতের বিপক্ষেই বাংলাদেশ থাকে সবচেয়ে আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ দুবাইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

গ্রুপপর্ব শ্রীলংকার কাছে হারলেও সুপার ফোরে লংকানদের হারিয়ে চনমনে বাংলাদেশ। নিজেদের দিনে লিটনরা যে কোনো কিছুই করতে পারেন। ভারতের বিপক্ষেও এমন একটি দিনের অপেক্ষায় বাংলাদেশ। মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের বোলিং এখন শক্তিশালী এবং তারা জানে যতই মন্থর উইকেট হোক, যতই শক্তিশালী প্রতিপক্ষ হোক, নিজেদের সেরা খেলাটা খেললে কোনো কিছু অসম্ভব নয়। ভারতের বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশকে শুধু শক্তি নয়, কিছু কৌশলও প্রয়োগ করতে হবে। নিজেদের সেরা ফর্মে থাকার পাশাপাশি ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অতীতের ভুলগুলো মুছে ফেলতে হবে।

বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ নিজেদের আগের ভুল শুধরানো। ভারতের বিপক্ষে বাংলাদেশ সুযোগ তৈরি করতে পারে কিন্তু সেটার ধারাবাহিকতা রাখতে পারে না। টি ২০ ফরম্যাটে ভারত রয়েছে র‌্যাংকিংয়ের শীর্ষে। বাংলাদেশের অবস্থান নয়ে। তবে মাঠে নেমে চোখে চোখ রেখে লড়াই করতে হলে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকার বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে টাইগারদের। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ ফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে। আজ ভারতকে হারাতে পারলে ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে। আবার হেরে গেলে লাগবে বড় ধাক্কা। কারণ আজ ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামীকাল আবার পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে। টানা দুদিন ম্যাচ খেলা নিয়ে টিম ম্যানেজমেন্টেও ক্ষোভ রয়েছে। বড় টুর্নামেন্টে টানা দুদিন খেলা পেশাদারিত্বের মধ্যে পড়ে না। তবু এটা মেনেই খেলতে হচ্ছে বাংলাদেশকে।

ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে কাল কোচ ফিল সিমন্স বলেন, ‘বিশ্বাস রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাস আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা ধরে রাখতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে জেতার সুযোগ আমাদের আছে।’ দুবাইয়ের উইকেট কিছুটা মন্থর হয়। বিশেষ করে মাঝের ওভারগুলোতে দ্রুত রান তোলা কঠিন হয়ে যায়। মোস্তাফিজুর রহমান-নাসুম আহমেদের খেলা কঠিন হয়ে যেতে পারে এই উইকেটে। সমান ১৪৯ উইকেট নেওয়া মোস্তাফিজের আজ সুযোগ রয়েছে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে এককভাবে শীর্ষে ওঠার। ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তিন উইকেট পেলে আর্শদ্বীপের পর দেশের দ্বিতীয় বোলার হিসাবে টি ২০ তে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। বাংলাদেশ অধিনায়ক লিটন দুদিন আগে কিছুটা চোট পেলেও আজ খেলার জন্য তিনি প্রস্তুত। একাদশে শরীফুল ইসলামের জায়গায় ফিরতে পারেন তানজিম হাসান। ভারতের বিপক্ষে ১৭ টি ২০ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বাংলাদেশ তবু আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।