ভারত পাকিস্তানের বিপক্ষে না খেলুক, চাওয়া পেহেলগামে নিহতের বাবার

ভারত পাকিস্তানের বিপক্ষে না খেলুক, চাওয়া পেহেলগামে নিহতের বাবার

ভারত-পাকিস্তান পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত শুভম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। টি-টোয়েন্টি এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। তবে সঞ্জয় দ্বিবেদী বলেছেন, এই ম্যাচ হওয়া উচিত নয়। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘২২শে এপ্রিল ২০২৫ সালে পাকিস্তান আমাদের দেশের ২৬ নিরীহ মানুষকে হত্যা করেছে। ভারতের সরকার বলেছিল পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এবং রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। ভারত-পাকিস্তান ম্যাচের কথা জানার পর থেকে শুধু আমি নই, পুরো দেশই এর বিরোধিতা করছে।’

‘সবাই বলছে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়, তা রাজনৈতিক হোক বা খেলাধুলার ক্ষেত্রে। আমি এর বিরোধিতা করছি এবং সরকারকে বলছি জনমতের দিকটি বিবেচনা করে এ বিষয়ে ব্যবস্থা নিতে।’

এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে। এরপর ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ভারতের শেষ গ্রুপ পর্বের ম্যাচ হবে ওমানের বিপক্ষে।

এশিয়া কাপে গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সুপার ফোরে উঠবে। ভারত যদি গ্রুপে শীর্ষে থাকে, তবে সব ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় হলে একটি ম্যাচ হবে আবুধাবিতে, বাকি দুইটি দুবাইয়ে। সুপার ফোর পর্ব চলবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আর দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।