সৌরভ গঙ্গোপাধ্যায়,ছবি: ANI,

স্বচ্ছ CAB-র চ্যালেঞ্জ নিচ্ছেন প্রেসিডেন্ট সৌরভ

এই সময়: সিএবি প্রেসিডেন্ট পদে আবারও ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রত্যাশা মতোই। তাঁর পুরো প্যানেলও ক্ষমতায় বসতে চলেছে। বিপক্ষে কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা নির্বাচনেই সিএবিতে আসতে চলেছে নতুন কমিটি। ২২ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার পরে সরকারি ভাবে প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন সৌরভ।

সিএবি সচিব পদে ফিরছেন বাবলু কোলে। যুগ্ম সচিব মদন ঘোষ। ভাইস প্রেসিডেন্ট অনু দত্ত। কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। রবিবার বিকেলে সিএবিতে এসে মনোনয়ন জমা দেন সৌরভ এবং তাঁর কমিটির বাকি সদস্যরা। ছিলেন সিএবির বর্তমান প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

পরে সৌরভ বলেন, ‘ক্রিকেট এবং সিএবিকে ভালো জায়গায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। বেশ কিছু পরিকল্পনা রয়েছে।’ তিনি জুড়ে দেন, ‘এই কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই অভিজ্ঞ। দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। ফলে কাজ করতে অসুবিধে হবে না।’

সিএবি নির্বাচনকে ঘিরে বেশ কয়েক দিন ধরেই নানা রকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে। একের পর এক আইনি চিঠি জমা পড়েছে সিএবিতে। যার মধ্যে আর্থিক তছরুপের মতো বিষয় এসেছে বারবার। সিএবি সচিবের পদ থেকে নজিরবিহীন ভাবে সরিয়ে দেওয়া হয়েছে দেবব্রত দাসকে। সব মিলিয়ে, কলঙ্কিত হয়েছে বাংলার ক্রিকেট প্রশাসন। সৌরভের সামনে সিএবির পুরোনো গৌরব ফিরিয়ে আনাই প্রথম চ্যালেঞ্জ।

Sourav Ganguly

এর সঙ্গে রয়েছে ক্রিকেটের উন্নয়ন। রঞ্জি ট্রফি বহু বছর অধরা। নতুন মুখও উঠে আসছে না সে ভাবে। সৌরভ যখন প্রেসিডেন্টের চেয়ারে বসবেন, তখন বাইশ গজেও তাঁর থেকে অনেক প্রত্যাশা।