কোনো টুর্নামেন্টের শুরুর দিন ট্রফি উন্মোচন আর আরেক ভেন্যুতে অধিনায়কদের সংবাদ সম্মেলন! যে কোনো খেলাতেই এটা বিরল দৃশ্য। এবারের এশিয়া কাপে সেটাই হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এমন কান্ডে চটেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও হংকং। এর আগে দুবাইয়ে হয় ট্রফি উন্মোচন ও অধিনায়কদের সংবাদ সম্মেলন। এরপর দেড়শো কিলোমিটার দূরে গিয়ে ম্যাচ খেলতে হয় রশিদ-ইব্রাহীমদের। স্বাভাবিকভাবেই এই সূচি তাদের মনে ধরার কথা নয়। এ নিয়ে প্রশ্ন শুনেই রশিদ খান বললেন, ‘আমার মনে হয় না এটা আদর্শ, এটা নিয়েই কথা হচ্ছিলো আমাদের ভেতর।’ পাশেই থাকা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব মাথা নেড়ে হাসছিলেন।