ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি,ANI,

দাম ছাড়াল ১৫ লাখ, বয়কটের আবহেই ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়ছে উত্তেজনা। সমস্ত আইনি জটিলতা কাটার পরেও এই ম্যাচ নিয়ে দ্বিধাবিভক্ত সমর্থকরা। পহেলগাম হামলার পরে ভারতীয় সমর্থকদের অনেকেই দাবি তুলছেন ম্যাচ বয়কটের। তবে ম্যাচ নিয়ে উত্তেজনায় এক ফোঁটাও কমতি নেই। সেটার প্রমাণ পাওয়া গেল টিকিটের ক্ষেত্রে। আনুষ্ঠানিকভাবে এখনও এই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। কিন্তু কালোবাজারে টিকিটের দাম চড়ছে এখন থেকেই। টাকার অঙ্কটাও অবাক হওয়ার মতোই। সূত্রের খবর, প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা ছাড়িয়েছে একটি টিকিটের দাম।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এই টুর্নামেন্টের জন্য টিকিট বিক্রি শুরু হয়নি এখনও। তবে কয়েকটি থার্ড-পার্টি ওয়েবসাইটে চলছে ভুয়ো টিকিট বিক্রি। এই টিকিটের দাম শুরু হয়েছে ১১০০ AED (আরবিক দিরহাম) থেকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬ হাজার ২৫৬ টাকা। সর্বোচ্চ মূল্য ছুঁয়েছে ৬৬ হাজার AED। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা।

শুধু ভারত-পাক নয়, ভারত বনাম ওমান এবং ভারত বনাম UAE ম্যাচের টিকিটও বিক্রি হচ্ছে ওই ওয়েবসাইটে। রয়েছে গ্রুপ পর্বে পাকিস্তানের ম্যাচের টিকিটও।

🎟️ ATTENTION FANS 🎟️

An important update regarding tickets for the DP World Asia Cup 2025.
#ACC pic.twitter.com/CYe4k0fRFi

কবে থেকে শুরু টিকিট বিক্রি?

কালোবাজারি ও চড়া দামে টিকিট বিক্রির খবর পৌঁছেছে এশিয়া কাপের আয়োজকদের কানেও। এই নিয়ে গালফ নিউজ়কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়োজকরা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ থেকেই শুরু হবে এশিয়া কাপের টিকিট বিক্রি। শুধু তাই নয়, টিকিটের দামও সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানিয়েছেন তারা।

India vs Pakistan

এই নিয়ে ক্রিকেটপ্রেমীদের সতর্ক করেছেন ECB-র চিফ অপারেটিং অফিসার শুভান আহমেদ। তিনি জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ECB-র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ক্রিকেটপ্রেমীদের জানানো হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কেনার কথা।