জ্যাক ভুকুসিচ

১৭ বছর বয়সেই জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন জ্যাক ভুকুসিচ। ১৭ বছর বয়সেই ক্রোয়েশিয়ার নেতৃত্ব পেয়েছেন। সাইপ্রাসের বিপক্ষে ৪ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ক্রোয়েটদের নেতৃত্ব দিচ্ছেন জ্যাক।

১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়ার অধিনায়ক হয়ে ইতিহাস গড়েছেন জ্যাক। আগে রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের, ২০২২ সালের জুলাইতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সে ফরাসিদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

জ্যাক ক্রোয়েশিয়ার হয়ে ৭টি টি-টুয়েন্টি খেলে ২০৫ রান করেছেন। ২০২৪ সালে জুলাইতে বেলজিয়ামের বিপক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন। ২০২৪ সালের জুলাইতে সুইজারল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক ছিল।

সাইপ্রাসের বিপক্ষে চলতি সিরিজে তিন ম্যাচ খেলে ফেলেছে জ্যাকের দল। ৩ ইনিংসে ৭৫ রান করেছেন কিশোর অধিনায়ক, প্রথম ম্যাচে ৩২ বলে ৫ চার ও ২ ছয়ে করেছেন ৪৩ রান। ৪ ওভার বল করে ৪১ রানে তুলে নেয় ১ উইকেট।

অধিনায়ক হিসেবে দলকে এখনও জয়ের মুখ দেখাতে পারেননি জ্যাক। সিরিজের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া হারে ৫৮ রানে, দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে এবং তৃতীয় ম্যাচ ৩ উইকেটে হেরেছে। হোয়াইটওয়াশ ঠেকাতে সাইপ্রাসের বিপক্ষে শেষ ম্যাচ শুক্রবার মাঠে নেমেছে ক্রয়েশিয়া।

আইসিসির পূর্ণ সদস্য কোন দেশের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড আফগানিস্তানের রশিদ খানের। স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৯ বছর ১৬৫ দিন বয়সে নেতৃত্ব পেয়েছিলেন তারকা স্পিনার।