উমরান মালিক,ANI,

আগুনে বোলিংয়ে ছিটকে গেল মিডল স্টাম্প, কামব্যাকের ইঙ্গিত ভারতীয় পেসারের

একটা সময়ে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হতো তাঁকে। দুরন্ত গতির জন্য নজর কেড়েছিলেন অনেক আগেই। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। বলে গতি থাকলেও থমকে গিয়েছে উমরান মালিকের কেরিয়ার। গত মরশুমেও খেলতে পারেননি IPL-এ। তবে এ বার বার্তা দিলেন কামব্যাকের। আগুনে গতির বলে ছিটকে দিলেন মিডল স্টাম্প। বুচি বাবু টুর্নামেন্টে জম্মু ও কাশ্মীরের হয়ে নজর কাড়লেন উমরান। ওডিশার বিরুদ্ধে ম্যাচে তুলে নিলেন জোড়া উইকেট।

কেন চর্চায় উমরান মালিক?

বুচি বাবু টুর্নামেন্টকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ় খানরা দারুণ ব্যাটিংয়ের মাধ্যমে বার্তা দিচ্ছেন নির্বাচকদের। সেই পথেই হাঁটলেন উমরান মালিক। ওডিশার বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ওভারেই জ্বলে ওঠেন তিনি। ওভারের শেষ বলে তাঁর ইনস্যুইং ডেলিভারি সামলাতে পারেননি ওম টি মুন্ডে। তিনি ডিফেন্স করার চেষ্টা করলেও ব্যাটের ভিতরের কানায় লেগে ছিটকে যায় উইকেট।

তৃতীয় ওভারের প্রথম বলে ফের জ্বলে ওঠেন উমরান। তাঁর আগুনে গতির বলে লাইন মিস করেন আর এক ওপেনার বিনয় কে। ছিটকে যায় মিডল স্টাম্প। অনেকটা দূরে গিয়ে পড়ে উইকেটটি। তাঁর এই বোলিংয়ে খুশি হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

Pick two wickets in 2 balls , great to see Umran Malik is back in cricket https://t.co/zw7VA8W9hN pic.twitter.com/70sLK7yUDN

চোট সারিয়ে দীর্ঘদিন পরে চেনা ছন্দে বোলিং করতে দেখা গেল উমরানকে। ২০২৪ সালের মার্চ মাসের পরে এই প্রথম ম্যাচ খেললেন তিনি। এই মধ্যবর্তী সময়টায় বারবার চোটের কবলে পড়েছেন। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চালাচ্ছিলেন। গত মরশুমে ৭৫ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিলেও, খেলতে পারেননি একটাও ম্যাচ।

তবে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত IPL-এ পারফরম্যান্সের জন্যই নজর কাড়েন। একটানা ১৫০ কিমির বেশি গতিতে বল করে যাওয়ার দক্ষতাই তাঁকে আলাদা করে তুলেছিল বাকিদের থেকে। ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। এ বার ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে কামব্যাকই লক্ষ্য উমরানের।