আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেলেন জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস।
নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ওপেনার তানজিদ। প্রথম দুই ম্যাচেই হেসেছে তার ব্যাট। ভালো খেলার ছাপ পড়েছে তার র্যাংকিংয়ে। তামিমের মতো র্যাংকিংয়ে এগিয়েছেন অধিনায়ক লিটন দাসও।
আজ বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাংকিংয় হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন র্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন তামিম। এক ধাপ এগিয়ে লিটনের অবস্থান ৪৭তম।
টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। দুইয়ে অবস্থান তার সতীর্থ তিলক ভার্মার। তৃতীয় ও চতুর্থ স্থানটি দুই ইংলিশ ক্রিকেটারের দখলে। তারা হলেন যথাক্রমে ফিল সল্ট ও জস বাটলার। তালিকার পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
এই ফরম্যাটের বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের জ্যাকব ড্যাফি। ৭১০ রেটিং নিয়ে দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ। আকিল হোসেন ও ভরুণ চক্রবর্তী রয়েছেন তৃতীয় ও চতুর্থ স্থানে। ৭০০ রেটিং নিয়ে পাঁচে অস্ট্রেলিয়ার জাম্পা।