টি-টোয়েন্টি ক্রিকেটে যাদের দাপট তাদের মধ্যে অন্যতম ক্যারিবিয়ান ক্রিকেটাররা। বিশ্বের যেকোনও লিগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের দেখা যায়। প্রত্যেকেই বড় শট নেন ও দ্রুত রান করেন। সেই রকমই একজন রোমারিও শেফার্ড। ওয়েস্ট ইন্ডিজ়ের এই অলরাউন্ডার RCB-র জার্সিতে IPL-এ একাধিক বড় ইনিংস খেলেছেন, এ বার তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এক বলে ১৮ রান করলেন। হিসেব মেলাতে কষ্ট হলেও এটাই সত্যি।
RCB-র জার্সিতে শেফার্ড গত IPL-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। যেটা ছিল IPL-এর ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি। তিনি বল হাতেও সাফল্য পেয়েছিলেন। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যেটা করলেন সেটা সবকিছুর ঊর্ধ্বে।
কেমন পারফর্ম করেছেন শেফার্ড?
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি গায়ানা অ্যামাজনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে। সেখানে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ৭৩ রান করেন। এটা তো স্বাভাবিক। আলোচনায় আসে তাঁর খেলা এক ওভার। ম্যাচের ১৫ তম ওভারের তৃতীয় বলে তিনি করেন ১৮ রান।
ROMARIO SHEPHERD PLAYS FOR MY CLUB 🔥❤️.
Earlier there was Pollard , Russell who used to be a nightmare for other teams , but they were in different teams. The day Tim David and Shepherd both started smashing it will be carnage 🔥 pic.twitter.com/GarpnYfcYP
ওভারে বল করছিলেন ওশানে থমাস। প্রথমটা তিনি নো বল করেন। এর পরেরটা ওয়াইড হয়। তৃতীয় বলটা নো হয়, আর সেই বলে ছক্কা মারেন শেফার্ড। নো বলের জন্য তিনি ফ্রি হিট পান। আর ফ্রি হিটের বলেও তিনি ছক্কা মারেন। কিন্তু সেই ফ্রি হিটটাও নো বল হয়। এর পরের বলটা ফের ফ্রি হিট হয় আর শেফার্ড তাতেও ছক্কা মারেন। অর্থাৎ, ওভারের হিসেবটা হয়, 1nb, 1w, 7nb, 7nb, 6. প্রথমটা নো, পরেরটা ওয়াইড, তার পর দুটো নো আর দুটো বলে ছক্কা আসে। লিগ্যাল বলটাতেও ছক্কা। অর্থাৎ, থমাস মোট পাঁচটা বল করে ২২ দেন। কিন্তু পাঁচটার মধ্যে একটা লিগ্যাল হয়।
শেফার্ডের এই ইনিংসের পরেও তাঁর দল জিততে পারেনি। ম্যাচে গায়না অ্যামাজ়ন ওয়ারিয়র প্রথমে ব্যাট করে ২০২ রান করে। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে সেন্ট লুসিয়া কিংস ২০৩ রান করে চার উইকেটে জিতে যায়।