এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে ভারতের কাছে সহজে পরাজিত হতে হয়েছে। ম্যাচ শেষে বিশেষজ্ঞরা তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন, যা পাকিস্তানের হারের মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
১. ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা
অস্ট্রেলিয়ান ক্রিকেট লেখক জ্যারড কিম্বারের মতে পাকিস্তানের ব্যাটিং ছিল ‘প্যাথেটিক’। ম্যাচের শুরুতেই সাইম আইয়ুবের উইকেটে পাকিস্তান শুরুর ধাক্কা খায়, যেখানে হার্দিক পান্ডিয়ার আপাতদৃষ্টিতে সহজ একটি বলে তিনি আউট হন। এই ম্যাচে পাকিস্তানের প্রথম ছয় ব্যাটারই ক্যাচ তুলে আউট হন। সাইম আইয়ুবের চারবার গোল্ডেন ডাক প্রাপ্তি, যার মধ্যে দুইবার এশিয়া কাপে, পাকিস্তানের ব্যাটিং দুর্বলতার প্রমাণ। সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারও পাকিস্তানের ব্যাটারদের শট সিলেকশন ও দক্ষতার ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেন।