ধোনির বিকল্প সঞ্জু স্যামসন?,Ei Samay

আগামী IPL-এ ধোনির বিকল্প সঞ্জু স্যামসন? বার্তা বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটারের

আগামী মরশুমে IPL-এ কোন দলে যোগ দেবেন সঞ্জু স্যামসন? এই নিয়েই এখন জোর চর্চা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। একাধিক রিপোর্টে প্রকাশিত, ইতিমধ্যেই নাকি রাজস্থান রয়্যালস ছাড়তে চেয়ে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়েছেন সঞ্জু। সম্প্রতি অংশ নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে একটি পডকাস্টে। সেখানেও সঞ্জুর কথায় স্পষ্ট ইঙ্গিত দল ছাড়ার। এতদিনের সফরের জন্য রাজস্থান রয়্যালস এবং কোচ রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানাবেন তিনি। এর মাঝেই সঞ্জুকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। জানালেন, চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির আদর্শ বিকল্প হতে পারেন সঞ্জু।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োতে এই বার্তা দেন শ্রীকান্ত। তিনি বলেন, ‘সঞ্জু একজন দারুণ ক্রিকেটার এবং চেন্নাইতে ভীষণ জনপ্রিয়। যদি রাজস্থান ছাড়তে চায়, তাহলে অবশ্যই ওকে নেওয়ার জন্য ঝাপানো উচিত চেন্নাইয়ের। ধোনির আদর্শ বিকল্প হতে পারে ও। ধোনি হয়তো আর একটা মরশুম খেলবে। তাই ভবিষ্যতে সঞ্জু সহজেই ওই জায়গাটা পূরণ করতে পারবে।’

তবে এখনই সঞ্জুকে অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন না শ্রীকান্ত। ক্যাপ্টেন হিসেবে ঋতুরাজের উপরে ভরসা রাখার কথা বলেছেন তিনি।

🚨IPL 2026 UPDATE🚨

CSK is eagerly seeking for Sanju Samson as a long term replacement for MS Dhoni.

As they don't have any face after Dhoni🤔

He will play maybe this season or the next one also. But the long term solution is needed.

This can be a great move for CSK with… pic.twitter.com/8ixlWKIe94

এরই মাঝে একটি পডকাস্টে গম্ভীরের প্রশংসার কথা শোনা গিয়েছে সঞ্জুর মুখে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে গম্ভীরের পেপটকেই ফর্মে ফেরেন তিনি, এমনটাই জানিয়েছেন।

অশ্বিনের সঙ্গে এক পডকাস্টে সঞ্জু বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হই। তখন ভাবছিলাম আবার দল থেকে বাদ পড়তে হবে। তাই ড্রেসিংরুমে কিছুটা হতাশ হয়েই বসেছিলাম। তখন গৌতি ভাই (গৌতম সম্ভীর) এসে জিজ্ঞাসা করেন, কী হয়েছে? উত্তরে জানাই দু’বার সুযোগ পেয়েও রান করতে পারিনি। তখন গম্ভীর বলেন, তাতে কী হয়েছে? ২১ বার শূন্য রানে আউট হলে তবেই দল থেকে বাদ দেব।’ এর পরেই আগামী পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে সেঞ্চুরি করেন স্যামসন।

Sanju Samson