আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ

আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ

আফগানিস্তানের বড় জয় দিয়ে শুরু হয়েছে আট জাতির এবারের এশিয়া কাপ। মঙ্গলবার আবুধাবিতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হংকংকে। আফগানিস্তানের ছয় উইকেটে ১৮৮ রানের জবাবে হংকং পুরো ২০ ওভার ব্যাট করে ৯৪ রান করে ৯ উইকেটে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংকের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন বাবর হায়াত। তিনি বল খেলেন ৪৩টি। আফগানিস্তানের প্রায় সব বোলার উইকেট পেয়েছেন।

এর আগে ২৬ রানে দুই উইকেট হারানো টসজয়ী আফগানিস্তান শেষ পাঁচ ওভারে ৭৮ রান তোলে। ২০ ওভারে তারা জোগাড় করে ১৮৮ রানের পুঁজি। উইকেট হারায় ছয়টি।

তাদের সংগ্রহ স্ফীত হয় দুটি ফিফটির সহায়তায়। প্রথম ওভারেই ‘জীবন’ পাওয়া সেদিকউল্লাহ আতাল ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন ৫২ বলে। তার ইনিংসের শোভা বাড়ায় ছয়টি চার ও তিনটি ছয়। ২১ বলে ৫৩ রান আসে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। দুটি চারের বিপরীতে পাঁচটি ছক্কা হাঁকান তিনি।

সেদিকউল্লাহ ও আজমতউল্লাহ পঞ্চম উইকেটে ৮২ রানের জুটি গড়েন। পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপে যা এই উইকেটে সর্বোচ্চ।

হংকংয়ের ফিল্ডাররা পাঁচটি ক্যাচ ফেলেছেন। টি-টোয়েন্টি এশিয়া কাপে যে কোনো দলের ইনিংসে যা সর্বোচ্চ। সেদিকউল্লাহ একাই তিনবার ‘জীবন’ পান। আইয়ুশ শুক্লা ও কিনচিৎ শাহ দুটি করে উইকেট নেন।