বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’।
মেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রাজনৈতিক নেতৃত্ব ও ক্রীড়া জগতের শীর্ষ তারকার এই যৌথ উপস্থিতি প্রাণীপ্রেমের আয়োজনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
দিনব্যাপী আয়োজনে ছিল নানা আকর্ষণ—
- পোষা প্রাণীর ফ্রি মেডিকেল চেকআপ
- বৈধ পোষা প্রাণী প্রদর্শনী
- বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা
- পোষা পাখি লালনপালনে বিশেষজ্ঞদের পরামর্শ
- কুকুর, বিড়াল, ঘোড়া ও নানা প্রজাতির পাখির প্রদর্শনী
প্রাণীপ্রেমীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে পুরো মেলা। দর্শনার্থীরা শুধু প্রাণীর যত্ন ও সুরক্ষার বিষয়ে নতুন জ্ঞান অর্জন করেননি, বরং তারেক রহমান ও তামিম ইকবালের উপস্থিতি তাদের অভিজ্ঞতাকে করেছে অনন্য।
তামিম ইকবাল সম্প্রতি আলোচনায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিয়ে। তাকে সমর্থন দিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি।
‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই স্লোগান নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই মেলা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীপ্রেম জাগাতে এবং প্রাণী সুরক্ষায় জাতীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।
এফবি/এমএইচএম