ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডে আজ
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ শুরু হবে। শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১২টায় ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
দুই দলই এর আগে ত্রিনিদাদে অনুশীলন সম্পন্ন করেছে। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছেন, দলের তরুণ স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম হতে পারেন দলের জন্য বড় শক্তি।
তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের স্পিন আক্রমণ ভালো ভূমিকা রাখতে পারে।’
সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে চাইছে। কারণ, ২০২৩ সালের বিশ্বকাপে দলটি প্রথমবারের মতো অংশ নিতে ব্যর্থ হয়।
এর আগে ফ্লোরিডায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারায়। এবার ওয়ানডে সিরিজেও সেই জয়ের ধারা বজায় রাখতে চায় গ্রিন শার্টসরা।