,Ei Samay,স্যাম কনস্টাস,ছবি: এক্স

পাখির চোখ বর্ডার-গাভাসকর ট্রফি, ভারত সফরে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়ানো প্লেয়ার

লাল বলের ক্রিকেটে শেষবার দেশের জার্সিতে বিরাট কোহলিকে দেখা গিয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফিতে। ভারত সিরিজ় হারলেও নজর কেড়েছিলেন কোহলি। তবে চর্চায় উঠে এসেছিলেন অস্ট্রেলিয়া এক তরুণ তুর্কি স্যাম কনস্টাস। অভিষেক ম্যাচেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। কাঁধে ধাক্কাও দেন। এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল সেই সময়ে।

সেই কনস্টাসই এ বার আসছেন ভারত সফরে। ২০২৭ সালের বর্ডার গাভাসকর ট্রফির কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে খেলতে আসছে অস্ট্রেলিয়া ‘A’ দল। সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সি স্যাম। আর কারা রয়েছেন দলে?

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া ‘A’ দল

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে দু’টি চারদিনের ম্যাচ এবং তিনটি ODI ম্যাচের জন্য। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ভারতীয় এ দলের বিরুদ্ধে এই চারটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘A’ দল। মূলত ২০২৭ সালের বর্ডার-গাভাসকর ট্রফির কথা ভেবেই তরুণ ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

Sam Konstas

এই নিয়ে অস্ট্রেলিয়ার মুখ্য নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘উপমহাদেশে খেলার সময়ে অনেক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে ব্যাটিং ও বোলিংয়ে উন্নতিরও সুযোগ পাওয়া যায়। তাই এই ট্যুরে অংশ নেওয়া ক্রিকেটাররা ভবিষ্যতে এমন উইকেটে খেলার সময়ে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন, এমনটাই আশা রাখছি আমরা।’

স্যাম কনস্টাস ছাড়াও অস্ট্রেলিয়ার চার দিনের ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাথান ম্যাকসুইনি, টড মার্ফি, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলিরা। ODI স্কোয়াডে রয়েছেন জেক ফ্রেসার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডিরা। তবে স্পটলাইটে থাকবেন স্যাম কন্সটাস।

With an eye on the 2027 Border-Gavaskar Trophy, here's the Australia A squads set to head to India next month: https://t.co/BJX47tv8M8 pic.twitter.com/7ULs4CG6vq

টেস্টে স্যাম কনস্টাসের ফর্ম

বর্ডার-গাভাসকর ট্রফির পরে একাধিক সুযোগ পেয়েও সেভাবে দাগ কাটতে পারেননি স্যাম। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ সিরিজ়ে ৬ ইনিংসে করেছেন মোট ৫০ রান। কেরিয়ারে পাঁচ টেস্টে মোট রান ১৬৩, গড় ১৬.৩০। তাই আসন্ন অ্যাশেজ়ের জন্য দলে জায়গা ধরে রাখা কঠিন তাঁর পক্ষে। ভারত সফরটা তাই কামব্যাকের সুযোগ কনস্টাসের সামনে।