আসন্ন নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত এবং শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর।
বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তারা দলে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমের পরিবর্তে।
রুবাইয়া এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলেননি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি এবার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন।